বাংলাহান্ট ডেস্কঃ আগে থেকেই ছিল পূর্বাভাস। আর সেই মতই অষ্টমীর রাত থেকেই বৃষ্টিতে ভিজল বঙ্গবাসী। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাতে বাংলার বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে দেখা গিয়েছিল। সেই রেশ রয়েছে নবমীর সকালেও।
নবমীর সকাল থেকেই হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে কলকাতা এবং তৎসংলগ্ন এলাকায়। গতকাল রাত থেকে বৃষ্টিও হয়েছে বেশকিছু জায়গায়। তবে উত্তর আন্দামানে তৈরি হওয়া নিম্নচাপের যে সময়ে ওড়িশা উপকূলে আসার কথা ছিল, সেই সময় কিছুটা পিছিয়ে গেছে। যার ফলে অষ্টমী, নবমী, দশমী এবং একাদশীতে হতে পারে হালকা বৃষ্টি। তবে রবি এবং সোমবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 34° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 27° C |
আদ্রতা | 87% |
বাতাস | 10 km/h |
মেঘে ঢাকা | 99% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
পুজোর মরশুমে উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে উপকূল এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অষ্টমীর রাত থেকেই কিছুটা বৃষ্টির ধারা লক্ষ্য করা গেছে। সেই রেশ ধরে রেখে নবমীতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।