বাংলাহান্ট ডেস্কঃ পুজোর মধ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বৃষ্টিতে খুব একটা ভিজতে হয়নি বঙ্গবাসীকে। নবমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পর আবার দশমীতে বেশকিছু জায়গায় বৃষ্টি হতে দেখা গিয়েছে। পুজো মোটামুটি নির্বিঘ্নে কাটলেও, এবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। চলতে পারে লক্ষ্মীপুজো পর্যন্ত।
আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে রবিবার থেকে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেও। বৃষ্টি ধারা দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও। তা চলতে পারে সোমবার মঙ্গলবার অবধি।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 30° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 26° C |
আদ্রতা | 90% |
বাতাস | 5 km/h |
মেঘে ঢাকা | 97% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে কখনো কখনো বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার দার্জিলিংয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার হতে পারে ভারী বৃষ্টি। সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।