পুজোয় বৃষ্টির পূর্বাভাসের পর, এবার আগাম হাড়কাপানো শীতের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বর্ষা বিদায় নিতে নিতে থমকে গিয়েছে। এরই মধ্যে প্রতিদিনই নতুন নতুন আপডেট দিয়ে চলেছে আবহাওয়া দফতর (Weather office)। প্রথমে শোনা গিয়েছিল, এবছর দূর্গা পুজোর আনন্দ মাটি করতে জোট বাঁধছে নিম্নচাপ। এর এখন শোনা যাচ্ছে শুধুমাত্র নিম্নচাপ হয়েই থেমে যাবে না, আসন্ন শীতে এবার হাড়কাপানো ঠাণ্ডাও অপেক্ষা করছে।

909511 mumbai rain

বাড়বে বৃষ্টির পরিমাণ
বঙ্গোপসাগরে লাগাতার নিম্নচাপ তৈরি হওয়ার ফলে ভারত থেকে বর্ষা বদায় নিতে পারছে না। আবারও ১৯ শে অক্টোবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার সম্ভাব্য অভিমুখ ওড়িশা-অন্ধ্র হলেও, বাংলার এর আংশিক প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। এই নিম্নচাপের জেরে ২০ তারিখ অবধি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে।

Tropical storm cyclone

আজকের আবহাওয়া
বিগত কয়েকদিন ধরে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় বেশ গরম অনুভব করছে মানুষজন। তবে এই মুহূর্তে বাংলায় সেভাবে কোন ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বিনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাতের দিকে আকাশ আবছা থাকবে।

shit

জাকিয়ে পড়বে শীতও
পুজোর নিম্নচাপ কাটতে না কাটতেই আগাম আরও একটি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। লা নিনা অবস্থা শুরু হওয়ার কারণে বঙ্গোপসাগরের ওপর আবারও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। যার জেরে শীতকালে প্রবল শৈত্যপ্রবাহ বজায় থাকবে। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মধ্যেই হাড়কাপানো শীতের আমেজ টের পাবে মানুষজন।


Smita Hari

সম্পর্কিত খবর