বিদায় নিয়েছে বর্ষা, এবার জাঁকিয়ে পরবে শীত, বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ দেরীতে হলেও, বর্ষা বিদায় নিয়েছে দেশ থেকে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, সাধারণত ১৫ ই অক্টোবরের মধ্যে বর্ষা ভারত থেকে বিদায় নিলেও, এবার কিছুটা দেরী করেই বিদায় নিল। তবে শেষ প্রহরে বেশ কিছু বড় ঝটকাও দিয়ে গিয়েছে। যার প্রভাব এখনও লক্ষ্য করা যাচ্ছে পার্বত্য এলাকায়।

বর্ষা বিদায় নেওয়ার পর এবার আগমন ঘটবে শীতের। সোমবার থেকে আজ বুধবার সকালের দিকে বেশ কিছুটা কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে বাংলার সর্বত্রই। তবে হাওয়া অফিস জানিয়েছে, কালী পুজোর আগেই একপ্রস্থ ঠান্ডা পেতে পারে বঙ্গবাসী। দেখা দিতে পারে প্রাক শীতের মরশুম।

in winter1

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32° C
সর্বনিম্ন তাপমাত্রা25° C
আদ্রতা89%
বাতাস11 km/h
মেঘে ঢাকা48%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

winter kolkata 22 1513924913

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের পর রাজ্যে প্রবেশ করতে চলেছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার থেকে কমতে থাকবে রাতের তাপমাত্রা।

Smita Hari

সম্পর্কিত খবর