বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টিও শুরু হয়েছে ঝিরঝিরিয়ে। তবে আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস ছিল, নিম্নচাপের জেরে বৃষ্টি জারি থাকা বৃষ্টির প্রভাব শুক্রবার থেকেই কমতে শুরু করবে। আর সেই মতই বৃহস্পতিবার গোটা দিন বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেই রোদের দেখা মিলেছিল। তবে শনিবারও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘনীভূত হওয়া নিম্নচাপ ক্রমশই পশ্চিমের দিকে সরে যাচ্ছে। যার ফলে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেওঘরের কাছাকাছি নিম্নচাপটি অবস্থান করার কারণে বাংলার বেশকিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 32° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 28° C |
আদ্রতা | 85% |
বাতাস | 8 km/h |
মেঘে ঢাকা | 78% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপের অবস্থা সরে যাওয়ার কারণে ভারী বৃষ্টির আশঙ্কায় বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় জারী করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গিয়েছে। আবার শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির কারণে জারী করা হয়েছে কমলা, হলুদ সতর্কতা। রবিবার থেকে হতে পারে আবহাওয়ার উন্নতি।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে একবার বা দু’বার সংক্ষিপ্ত বৃষ্টিপাত এবং রাতের এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।