বাংলাহান্ট ডেস্কঃ শনিবার থেকেই আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (weather office)। পাশাপাশি রবিবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও। এই বৃষ্টি চলছে আগামী সোমবার পর্যন্ত। প্রচণ্ড গরমের হাত থেকে এবার কিছুটা হলেও রেহাই পেয়েছে বাংলার মানুষ।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২ বছর কিছুটা দেরী করে বৃষ্টির আগমন হলেও, চলতি বছর স্বাভাবিক ভাবেই বৃষ্টির আগমনের বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তবে সেই মার্চ থেকেই চড়া রোদে নাজেহাল হওয়া বঙ্গবাসী কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। চাতকের মত ভিজেছে বৃষ্টির ফোঁটায়।
বাংলার উত্তরের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে রয়েছে ভারী থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়িতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে পরপর কদিনের বৃষ্টিতে কিছুটা হলেও তাপমাত্রার পারদ নামার ইঙ্গিত দিলেন আবহাওয়াবিদরা।
আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকেও এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন নাও হতে পারে। সকালের দিকে হালকা রোদ এবং হালকা মেঘলা আকাশ দেখা গিয়েছিল। তবে বেলা বাড়তেই এলাকার বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মাঝে আবারও কাল থেকে টানা দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া দফতর।