বাংলা হান্ট ডেস্ক : অ্যাডভান্স ফিচারের স্মার্টফোন কেনার ইচ্ছা সকলেই থাকে। তবে পকেট সবসময় সায় দেয়না। বেশিরভাগ মানুষই এখন বাজেট ফ্রেন্ডলি ফোনের খোঁজ করে থাকেন। জানিয়ে দিই,ভারতের বাজারে ২৫,০০০ টাকা বা তারও কম দামে এমন কয়েকটি স্মাটফোন লঞ্চ হয়েছে, যেগুলি সাশ্রয়ী মূল্যের মধ্যে দূর্দান্ত ফিচার দেয়।
OnePlus Nord CE 3 Lite 5G : পারফরম্যান্সের দিক দিয়ে OnePlus এর ফোনগুলি সেরা। ফোনটিতে রয়েছে একটি 5000 mAh ব্যাটারি এবং এতে 67W SUPERVOOC চার্জিং সুবিধা রয়েছে। প্রসেসরের কথা বললে, এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5জি প্রসেসর। 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা।
Samsung Galaxy A53 5G : Samsung Galaxy A53 একটি মিডরেঞ্জ স্মার্টফোন যাতে আপনি পেয়ে যাবেন 5G নেটওয়ার্ক। এতে রয়েছে 120Hz sAMOLED ডিসপ্লে এবং 6000mAh এর। পাশাপাশি এতে রয়েছে 50MP ট্রিপল নো-শেক ক্যামেরা। ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজের দাম মাত্র 20,999 টাকা।
Redmi K50i 5G : Redmi K50i 5G সম্পর্কে কথা বললে, এতে 6.6-ইঞ্চি 144Hz Liquid FFS LCD ডিসপ্লে রয়েছে। এর ব্যাটারি 5080mAh এর সাথে রয়েছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট। এতে 64MP প্রাইমারি ক্যামেরা সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16MP ক্যামেরা সেন্সর রয়েছে৷ Amazon-এ ফোনটির দাম 20,999 টাকা৷
Realme Narzo 60 Pro 5G : Realme Narjo 60 Pro হল ভারতীয় বাজারে নতুন ফোন। এতে রয়েছে 6.43 ইঞ্চি 120Hz সুপার AMOLED কার্ভড ডিসপ্লে। তারসাথে পেয়ে যাবেন MediaTek Dimensity 7050 প্রসেসর। এর 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 23,999 টাকা; 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 26,999 টাকা এবং 12GB + 1TB ভেরিয়েন্টের দাম 29,999 টাকা।
Oppo F23 5G : চলতি বছরেই লঞ্চ হয়েছে Oppo F23। এটি একটি 5G নেটওয়ার্ক স্মার্টফোন। এর ডিসপ্লে 6.72 ইঞ্চি। এতে ৩টি রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল। ফোনটিতে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, যাতে রয়েছে 67W SuperWook ফাস্ট চার্জিং। Amazon-এ এর দাম 24,999 টাকা।