কাল শুরু টেস্ট ম্যাচ, পাকিস্তানে পৌঁছেই অজানা ভাইরাসে আক্রান্ত ইংল্যান্ড টিমের ১৪ ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে পাকিস্তান পৌঁছে গিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। কিন্তু সেখানে পৌঁছে আজব বিপত্তির মুখোমুখি হয়েছে তারা। খবর এসেছে যে পাকিস্তানে নামার পর অধিনায়ক বেন স্টোকস সহ ইংল্যান্ডের বেশ কিছু সদস্য এক ভাইরাসের কবলে পড়ে কাহিল হয়ে গিয়েছেন।

খেলোয়াড় ও কোচ ব্র্যান্ডন ম্যাককালাম সহ ভ্রমণকারী দলের প্রায় ১৪ জন সদস্যকে আজ নিজেদের হোটেলের ঘরেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ১৬ জনের প্লেয়িং স্কোয়াডের প্রায় অর্ধেক ক্রিকেটার এই ভাইরাসের দ্বারা আক্রান্ত। শুধুমাত্র পাঁচজন ঐচ্ছিক অনুশীলনে গা ঘামিয়েছেন বলে জানা গিয়েছে।

আজ পয়লা ডিসেম্বর বৃহস্পতিবার থেকে আরম্ভ হবে এই টেস্ট সিরিজটি। ল্যাঙ্কাশায়ারের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন, যিনি ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, তার এবার ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হওয়ার কথা। আর ওপেনার বেন ডাকেটকেও হয়তো মাঠে দেখা যেতে পারে।

তবে ঐচ্ছিক অনুশীলন শিবিরে জো রুট, জ্যাক ক্রাওলি, হ্যারি ব্রুক, অলি পোপ এবং কিটন জেনিংস বুধবার গা ঘামিয়েছেন এবং প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম সেখানে উপস্থিত ছিলেন অস্বস্তি সত্ত্বেও। এর আগের দিন চোটপ্রাপ্ত মার্ক উড ছাড়া দলের সবাই অনুশীলনে করেছিলেন।

আক্রান্তদের উপসর্গ করোনা ভাইরাসের সাথে সম্পর্কিত নয় বলেই জানা গিয়েছে, কিন্তু ভাইরাসের গতিবিধি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আশা করা হচ্ছে যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে উঠবে তারা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর