গ্রাহকদের ওপর কমবে চাপ! এবার ১০ টাকাতেই হবে রিচার্জ, বিরাট নির্দেশ TRAI-এর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল ছাড়া একটা সেকেন্ড মানুষ কল্পনা করতে পারেন না। কিন্তু বর্তমানে এই দুর্মূল্যের বাজারে মোবাইল রিচার্জের (Recharge Plan) চক্করে গ্রাহকদের পকেটে পড়ছে টান। প্রতিমাসে শুধু রিচার্জ করতে গিয়েই হাজার হাজার টাকা খরচ হচ্ছে। আর এটাই হয়ে দাঁড়িয়েছে চিন্তার বিষয়। আর এবার এই চিন্তা কমাতে TRAI দিল নতুন নির্দেশিকা। এতে করে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলের মুখেই ফুটবে হাসি। খুব শীঘ্রই কমতে চলেছে রিচার্জের খরচ। বিশেষ করে যাদের দুটো সিম তারা হবেন চিন্তামুক্ত। ঠিক কি ঘোষণা করল TRAI?

রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে নয়া নির্দেশিকা TRAI-এর:

কর্মসূত্র হোক কিংবা নিজেদের সুবিধার্থে অনেকেই দুটো সিম ব্যবহার করে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেকোনো একটি সিম বেশি দরকার পড়ে। কিন্তু এদিকে দুটো সিমকেই সক্রিয় রাখতে রিচার্জ করা জরুরী, নইলে অচল হয়ে পড়বে। কিন্তু রিচার্জের (Recharge Plan) অঙ্ক যে খুব একটা সস্তা তা কিন্তু নয়। ৩০০-৪০০ টাকার নিচে কোনো প্ল্যান নেই বললেই চলে। এবার প্রত্যেকটি টেলিকম অপারেটরদের এই জোরজুলুম বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।

 TRAI new decision of new Recharge Plan

ঠিক কি নির্দেশিকা জারি করেছে TRAI: TRAI-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, জিও, এয়ারটেল ভোডাফোন, বিএসএনএল সমস্ত সরকারি বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে ন্যূনতম ১০ টাকা থেকে রিচার্জ প্ল্যানের (Recharge Plan) সুবিধা দিতে হবে। এছাড়াও ৩৬৫ দিনের ভ্যালিডিটির সুবিধা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে। আসলে এখনো এমন অনেক গ্রাহক আছেন যারা শুধু কলিংয়ের জন্য ফোন ব্যবহার করেন। এই সুবিধা চালু হলে এই সমস্ত গ্রাহকরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন। অতিরিক্ত নেট ব্যালেন্সের জন্য অর্থ অপচয় করতে হবে না। বিশেষ করে, যাদের দুটো সিম তাদের জন্য শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা আনতে এই নির্দেশিকা।

আরও পড়ুনঃ পরিস্থিতি মোকাবিলায় তৈরি! চিনের hMPV ভাইরাস নিয়ে WHO-র কাছে একটাই আর্জি জানাল ভারত

জানা গিয়েছে, কয়েকমাস আগেই স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে TRAI। সেই বৈঠকেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। টেলিকম সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই সস্তা হয়ে যেতে পারে রিচার্জ প্ল্যান (Recharge Plan)।

আরও পড়ুনঃ শিক্ষকদের ধরে ধরে বদলি করবে রাজ্য! রাজ্যের প্রত্যেক স্কুলের কাছে রিপোর্ট তলব বিকাশ ভবনের

এই বৈঠকে ঠিক কি কি নির্দেশিকা জারি করেছে TRAI: কনজিউমার প্রোটেকশন রেগুলেশনে সংশোধন এনে TRAI-র তরফে নির্দেশ দেওয়া হয়েছে, দেশের ১৫ কোটি মানুষ 2G ফিচার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। অর্থাৎ এই সমস্ত গ্রাহকদের ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। তাদের জন্যই ভয়েস ও এসএমএসের জন্য স্পেশাল রিচার্জ প্ল্যান আনতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি টেলিকম কোম্পানিকে বাধ্যতামূলকভাবে ১০ টাকা প্ল্যানের টপ ভাউচার আনতে হবে। এছাড়াও ৯০ দিনের রিচার্জের বদলে ৩৬৫ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান (Recharge Plan) আনতে বলা হয়েছে। বলা যায় এই সিদ্ধান্তের কারণে কোটি কোটি গ্রাহকের সুবিধা হতে চলেছে।

Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর

X