হাওড়া শাখায় টানা ১৬ দিন বাতিল থাকবে একগুচ্ছ লোকাল এবং দূরপাল্লার ট্রেন! বিপদে পড়ার আগে দেখে নিন তালিকা

বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যে (West Bengal) ফের ট্রেন বাতিলের ঘোষণা করা হল। মূলত, রেলের (Indian Railways) তরফে হাওড়া শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী শনিবার থেকে শুরু হবে ওভারহেড বিদ্যুতের কাজ। যেটি চলবে আগামী ২৮ অগাস্ট পর্যন্ত। অর্থাৎ, প্রায় ১৬ দিন ধরে চলবে এই কাজ। যার ফলে বেশ কয়েকটি লোকাল এবং দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

ইতিমধ্যেই যাত্রীদের উদ্দেশ্যে এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করে রেলের তরফে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। হাওড়া-বর্ধমান ডিভিশনের ব্যান্ডেল শক্তিগড় শাখায় বিদ্যুতের এই কাজ হওয়ার পাশাপাশি আদি সপ্তগ্রাম স্টেশনেও কাজ হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এই সময়ে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজটিও সেরে ফেলা হবে।

এছাড়াও, আদিশপ্ত গ্রাম স্টেশনে ক্রসিং নম্বর ১২ রেল গেটের পরিবর্তে এই সময়ের মধ্যেই ওভার ব্রিজ তৈরি করার চেষ্টাও চালানো হবে। দীর্ঘদিন ধরেই সেখানে একটি ওভার ব্রিজের দাবি জানাচ্ছিলেন স্থানীয় মানুষ। এমতাবস্থায়, আগামী শনিবার অর্থাৎ ১২ অগাস্ট থেকেই ট্রেন বাতিল থাকবে। যার ফলে একাধিক লোকাল ট্রেন ছাড়াও হাওড়া-আজিমগঞ্জ এবং হাওড়া-মোকামার মতো দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। এছাড়াও, রেল সূত্রে জানা গিয়েছে যে, বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে আগামী কয়েকদিন চালানো হবে।

আরও পড়ুন: ট্র্যাকে ছুটল ভারতের সর্বোচ্চ গতির ট্রেন, জানুন ১৭ কিমি সফর করতে কত সময় লাগল

বাতিল হচ্ছে এই সমস্ত লোকাল:
১২.০৮.২০২৩ (শনিবার),
১৭.০৮.২০২৩ (বৃহস্পতিবার),
১৯.০৮.২০২৩ (শনিবার),
২২.০৮.২০২৩ (মঙ্গলবার),
২৪.০৮.২০২৩ (বৃহস্পতিবার),
২৬.০৮.২০২৩ (শনিবার)  বর্ধমান থেকে বাতিল হচ্ছে ০৩০৫২। হাওড়া থেকে বাতিল হচ্ছে ৩৫৮৫৭।

আরও পড়ুন: টিকিট ক্যান্সেল না করে বদলে ফেলুন যাত্রার তারিখ! কোটি কোটি যাত্রীদের বড় উপহার রেলের

১২.০৮.২০২৩ (রবিবার),
১৪.০৮.২০২৩ (সোমবার),
১৫.০৮.২০২৩ (মঙ্গলবার),
২০.০৮.২০২৩ (রবিবার),
২৭.০৮.২০২৩ (রবিবার) বর্ধমান থেকে বাতিল হচ্ছে: ০৩০৫২, ৩৭৭৮২, ৩৭৮১২। হাওড়া থেকে বাতিল ৩৭৮৫৭, ০৩০৫১। ব্যান্ডেল থেকে বাতিল হচ্ছে ৩৭৭৮১।

১৬.০৮.২০২৩ (বুধবার),
১৮.০৮.২০২৩ (শুক্রবার),
২১.০৮.২০২৩ (সোমবার),
২৩.০৮.২০২৩ (বুধবার),
২৫.০৮.২০২৩ (শুক্রবার),
২৮.০৮.২০২৩ (সোমবার) হাওড়া থেকে বাতিল ০৩০৫১। বর্ধমান থেকে বাতিল ৩৭৭৮২, ৩৭৮১২।

trains will be canceled on Howrah branch for 16 days

উল্লেখ্য যে, ইতিমধ্যেই বিভিন্ন শাখায় প্রায় প্রত্যেক শনি এবং রবিবারই সিগন্যালিং সহ একাধিক কাজ করছে রেল। যার ফলে ট্রেন চলাচল প্রভাবিত হওয়ায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এমতাবস্থায়, রেলের দাবি, আগামীদিনে আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই কাজ করা হচ্ছে। তাই, সাময়িক সমস্যা হলেও যাত্রীরা ভবিষ্যতে উন্নত পরিষেবা পাবেন বলেই দাবি রেলের।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর