রাজ্যে এই প্রথম লিঙ্গান্তরিত জুটির চার হাত এক হচ্ছে জাঁকজমকে

বাংলা হান্ট ডেস্ক : তিস্তা আর দীপন, দুজনেই লিঙ্গান্তরিত।সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি।রাজ্যে প্রথম এই ঘটনা প্রমাণ করে প্রেমই সর্বশ্রেষ্ঠ ! ভালোবেসে কী না হয়!যে স্থানে ভালোবাসার বিচরণ, স্বয়ংশ্রেষ্ঠ ঈশ্বর বসতি সেখানে।তবে এই জুটির প্রেম-মিলন এত সহজে পূর্ণতা পায়নি। কাটিয়েছেন প্রচুর বন্ধুরতা,তাও মনে প্রেম থাকলে টিকে থাকা যায় তাই যেন আবার প্রমাণ দিলেন তিস্তা ও দীপন ৷শরীর, বাইরের জগৎ তুচ্ছতাচ্ছিল্য করে প্রেম আজও সম্ভাবনাময়।তাই যেন সবাইকে আবার মন করিয়ে দিলেন এ রাজ্যে এই লিঙ্গান্তরিত জুটি।

20190805 122152

প্রসঙ্গত তিস্তা ছিলেন জন্মসূত্রে সুশান্ত ৷ আর অন্যদিকে দীপন জন্মসূত্রে ছিলেন দীপান্বিতা ৷ এক জনের নারীর শরীরে পুরুষ মন, আর অন্যজনের পুরুষ শরীরে বাস করেছিল নারীত্ব৷মনের সঙ্গে লড়ছেন শরীর সঙ্গী আবার সমাজ ৷মন আজও হারিয়ে দিল শরীর আর সমাজকে।সব ঝড়, ঝঞ্ঝা কাটিয়ে সুশান্ত হলেন তিস্তা, আর অন্যদিকে দীপন হলেন দীপান্বিতা ৷তবে সম্পর্কের শুরু কী এতই সহজ ছিল!

উত্তর হবে নাহ্।প্রথমে সম্পর্কে জড়াতে একটু থমকে গিয়েছিলেন তিস্তা ৷ ভেবেছিলেন, সত্যিই কি প্রেম তাঁর জীবনে আসবে ৷ অন্যদিকে তিস্তার প্রেমে একেবারে হাবুডুবু দীপন ৷কিন্তু প্রকাশে ভয়।
পরে অবশ্য গল্প চলল নিজের গতিতে ৷ একে একে সব বাধা পেড়িয়ে তিস্তা-দীপন সম্পর্ক এগোলে প্রেমের জোয়ারে ৷ এবার সেই প্রেমই পেল ঠিকানা,পেল বরাবরের মাথা গোঁজার ঠাঁই।চার হাত এক হবার লগন এল জুটির।অনেক শুভকামনা এই সাহসী জুটিকে। আগামীদিনের দীর্ঘপথ সহজসাধ্য হোক,প্রশস্ত হোক এই কামনা।

20190805 122135

সম্পর্কিত খবর