পরোটার ইংরেজি কি? দুই খুদের উত্তর চমকে দিল সবাইকে

বাংলাহান্ট ডেস্ক : পরোটা। ভারতের সকল পরিবারের খুব প্রিয় একটি টিফিন। কখনও তরকারির সাথে কিংবা কখনও মাংসের সাথে, পরোটা ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। তবে ত্রিভুজ আকৃতির পরোটা সকলের একটু বেশি প্রিয়। ঘি অথবা তেল, এই দুই জিনিসের মাধ্যমে তৈরি পরোটা সকলের জিভে জল এনে দিতে বাধ্য। রসনাতৃপ্তির জন্য এই পরোটার জুড়ি মেলা ভার।

কিন্তু সবার প্রিয় পরোটার ইংরেজি নাম কি কখনও শুনেছেন? হোটেল বা রেস্তোরাঁর মেনু কার্ডে পরোটাকে আলাদা ভাবে কোনও বিভাগে রাখা হয় না। সেক্ষেত্রে পরোটাকে বেছে নিতে হয় “ব্রেড” বিভাগ থেকেই। তাই পরোটার ইংরেজি শব্দ কি এই বিষয়টি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে একটি মজার ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে তার বোনকে পরোটার ইংরেজি শব্দ জিজ্ঞাসা করছে। এরপর বোনকে বোঝাতে গিয়ে সে যা বলে তা শুনে হতবাক হবেন আপনিও।

Jaiky Yadav নামের এক ব্যক্তি কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেন twitter এ। তাতে দেখা যাচ্ছে একটি ছোট মেয়ে তার বোনকে জিজ্ঞাসা করছে,”বলো তো ইংরেজিতে পরোটাকে কি বলে?” স্বাভাবিকভাবেই এই উত্তর বোনের জানা ছিল না। এরপর ছোট বোনকে মেয়েটি বলে,”আর কবে ইংরেজি শিখবে তুমি?” তারপর রীতিমতো ইংরেজি ভঙ্গিমায় মেয়েটি বোনকে বলে,” Paratha।”

https://twitter.com/BiharTeacherCan/status/1606904385396969473?s=20&t=V0S4wMx33DF8Oq2TIedX-Q

এর পাশাপাশি ইংরেজিতে পকোড়া কিভাবে উচ্চারণ করতে হয় তাও মেয়েটি শেখায় তার বোনকে। দুই বোনের এই মজার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মজার এই ভিডিও দেখলে আপনিও হাসতে বাধ্য হবেন। মাত্র ২৯ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন চার লক্ষের অধিক মানুষ। ভিডিওটি লাইক করেছেন ৪০০০ এরও বেশি মানুষ। এই ভিডিওর বিভিন্ন কমেন্টও চোখে পড়ার মতো।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর