বাংলা হান্ট ডেস্ক : যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে ততই ভাঙন ধরছে রাজ্যের শাসক দলে (Trinamool Congress)। কোথাও টিকিট না পেয়ে অভিমান, কোথাও বা লক্ষ টাকায় টিকিট বিক্রির অভিযোগ তুলে দল ছাড়ছেন অনেকেই। উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) হাবরা এলাকায় দল ছাড়লেন প্রাক্তন জেলা পরিষদের সদস্য পুষ্পারানি বৈদ্য।
পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের এক অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী ছেড়ে চলে গেলেন। প্রাক্তন তৃণমূলের জেলা পরিষদের অন্যতম সদস্য ছিলেন পুষ্পরানি বৈদ্য। জনপ্রতিনিধি হিসেবে দলের দায়িত্ব সামলেছেন তিনিই।
কিন্তু এদিন এক উল্টো ছবি দেখা গেল জেলার রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস ছেড়ে অবশেষে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন এই দীর্ঘদিনের এই নেত্রী। তার সঙ্গে আরও প্রায় ২০০ জন মতন তৃণমূল সদস্য এদিন শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলেও জানান জেলা সভাপতি তাপস মিত্র।
বিজেপিতে যোগদানের সঙ্গে সঙ্গেই তাঁকে হাবরা দু’নম্বর ব্লকের ১৯ নম্বরের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের পূর্ববর্তী অবস্থার কথা তুলে ধরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এই নেত্রীকে।
এদিন পুষ্পরানি বলেন, ‘তৃণমূলের জন্মলগ্ন থেকেই এই দলের হয়ে আমি লড়েছি। তৃণমূল ক্ষমতায় আসার পর আমি জনপ্রতিনিধি হই। এরপর ২০১৮ সালে আমাকে বঞ্চনার শিকার হতে হয়। পাঁচ বছর অপেক্ষা করি। এই দলটার প্রতি আমার ঘৃণা ধরে গিয়েছে।’ রাজনীতি থেকে দূরে থাকতে পারবেন না, সেই কারণেই তিনি বিজেপিতে যোগদান করলেন বলে দাবি করেন।
এদিনই বিজেপির জাতীয়তাবাদী রাজনীতি এবং স্বচ্ছ ভারতের নীতিরও প্রশংসা করেন তিনি। বিজেপি জেলা কমিটির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। আগামী দিনে বিজেপির হয়ে লড়াই করবেন বলেই জানান পুষ্পরানি বৈদ্য।