বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন। আপাতত ভোট নিয়েই ব্যস্ত রাজ্যের কমবেশি প্রত্যেকটি রাজনৈতিক দল। এসবের মাঝেই ছোট ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী (Basanti) থানার অধীন উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙি গ্রামে।
নিহতের নাম স্বপন ঘরামি (৫০)। ইতিমধ্যেই খুনের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দু’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বলে খবর। ভাইকে খুনের অভিযোগ ওঠার পর থেকেই ফেরার মূল অভিযুক্ত বিদেশ ঘরামি। তাঁর খোঁজ চলছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পারিবারিক একটি জমি নিয়ে বিগত কয়েকদিন ধরে হাড়ভাঙি গ্রামের দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। পয়লা বৈশাখের দিন সেই গণ্ডগোল চরম আকার নেয়। অভিযোগ, এরপরেই ভাই স্বপনকে পিটিয়ে খুন (Lynched To Death) করেন দাদা বিদেশ ঘরামি। আশঙ্কাজনক অবস্থায় স্বপনকে বাসন্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ শাহজাহানের বাড়ি কিনতে আগ্রহী শুভেন্দু! কী করবেন সেখানে? সন্দেশখালিতে দাঁড়িয়েই বড় ঘোষণা
জানা যাচ্ছে, স্বপন হত্যা কাণ্ডের মূল অভিযুক্ত বিদেশ ঘরামি মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। তৃণমূলের (Trinamool Congress) পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই ঘটনাটিতে রাজনীতির ছোঁয়া লেগেছে। এদিকে খুনের অভিযোগ ওঠার পর থেকেই বিদেশ পলাতক। বর্তমানে তাঁর খোঁজ চলছে।
ইতিমধ্যেই হত্যা কাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। স্বপনকে খুনের নেপথ্যে স্রেফ পারিবারিক জমি নিয়ে বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্ত বিদেশ এখনও ধরা পড়েছেন কিনা তা এখনও জানা যায়নি।