বাংলাহান্ট ডেস্ক: রঙ্গোলি চান্দেলের (rangoli chandel) টুইটার (Twitter) হ্যান্ডেল বন্ধ করে দিল টুইটার। জামাতিদের (jamat) বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট করার জন্য বৃহস্পতিবার তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় টুইটার।
জামাতিদেরবিরুদ্ধে হিংসা ও ঘৃণা ছড়ানোর পোস্ট করায় বহু তারকা একযোগে অভিযোগ করেন রঙ্গোলির বিরুদ্ধে। সেই কারণেই এবার কঙ্গনার দিদির বিরুদ্ধে পদক্ষেপ নিল টুইটার।
Arrest this woman immediately for spreading vicious hatred and calling for killings of A community @MumbaiPolice .
Do also block this account @Twitter @TwitterIndia @jack for spreading religious hatred and fascism. https://t.co/NzBKK8JfZP— Farah Khan (@FarahKhanAli) April 16, 2020
১৫ এপ্রিল রঙ্গোলি তাঁর টুইটে লেখেন করোনায় মৃত এক তবলিগী জামাত সদস্যের পরিবার পুলিস ও চিকিৎসকদের ওপর আক্রমণ চালান। কিন্তু এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি। রঙ্গোলি লেখেন, ‘এই মোল্লা ও সেকুলার মিডিয়াদের এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে দেওয়া উচিত। আমাদের নাৎসি তকমা দিলেও কিছু যায় আসে না।’ প্রায় ২০০০ বার শেয়ার করা হয় এই টুইট।
Thank you @Twitter @TwitterIndia @jack for suspending this account. I reported this because she targeted a specific community and called for them to be shot along with liberal media and compared herself to the Nazis. 🙏🙏🙏 . pic.twitter.com/lJ3u6btyOm
— Farah Khan (@FarahKhanAli) April 16, 2020
উল্লেখ্য, একজন জামাত সদস্যের বাড়ি যায় মেডিক্যাল টিম। তাদের ওপর পাথর ছোঁড়ে জামাতিরা। এর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন রঙ্গোলি।
Dear @Twitter gencocide calls from a verified account. Suspend. pic.twitter.com/lLUvEKdBcz
— Swati Chaturvedi (@bainjal) April 16, 2020
https://twitter.com/Guttajwala/status/1250652735969488896?s=19
এরপরেই বহু টুইটার ব্যবহারকারী সমালোচনার ঝড় তোলে রঙ্গোলির বিরুদ্ধে। জুয়েলারি ডিজাইনার ফারাহ খান FIR দাবি করেন রঙ্গোলির বিরুদ্ধে। ‘গণহত্যা’কে উস্কানি দেওয়া হচ্ছে বলে সাংবাদিক স্বাতী চতুর্বেদীও তাঁর অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন জানান।
I’ve blocked Rangoli and reported her to twitter.
But @MumbaiPolice @CMOMaharashtra @OfficeofUT This kind of hate mongering is irresponsible. Please look into it, and take necessary actions. https://t.co/WywccuZvKR— Kubbra Sait (@KubbraSait) April 16, 2020
‘মিথ্যে খবর’ ও হিংসা ছড়ানোর জন্য অভিনেতরী কুবরা সইত ও ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টাও আওয়াজ তোলেন রঙ্গোলির বিরুদ্ধে। সবার আর্জি মেনেই রঙ্গোলি চান্দেলের অযাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার।