বাংলাহান্ট ডেস্ক : দেউলিয়া হতে চলেছে দেশের এই দুটি ব্যাঙ্ক। তাই আরবিআইয়ের শাস্তির মুখে পড়তে হল তাদের। যে সকল গ্রাহকদের এই দুটি ব্যাঙ্কে টাকা রয়েছে তাদের কী হবে? কতটা প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের উপর? এমনই হাজারো প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে সবার মনে। এই প্রতিবেদনে জেনে নিন কেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাস্তির মুখে পড়তে হল দেশের এই দুই ব্যাঙ্কে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাইসেন্স বাতিল করেছে কর্ণাটকের তুমকুরের শ্রী সারদা মহিলা সমবায় ব্যাঙ্ক এবং মহারাষ্ট্রের সাতারার হরিহরেশ্বর ব্যাঙ্কের। জানা গিয়েছে এই দুটি ব্যাঙ্কের ছিল না উপযুক্ত মূলধন। এছাড়াও উপার্জনের কোনও রকম সম্ভাবনা ছিল না এই ব্যাঙ্কগুলির। একটি বিবৃতি জারি করে দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্ক বন্ধের নির্দেশিকা কার্যকর করা হয়েছে চলতি বছরের ১১ই জুলাই থেকে।
ডিআইসিজিসি থেকে শ্রী সারদা মহিলা সমবায় ব্যাঙ্কের প্রায় ৯৭.৮২ শতাংশ গ্রাহককে ফেরত দেওয়া হবে সম্পূর্ণ টাকা। ডিআইসিজিসি থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার অধিকারী হবেন ব্যাঙ্কের গ্রাহকরা। লাইসেন্স বাতিলের পর এই দুটি ব্যাঙ্কে আরবিআই নির্দেশ দিয়েছে সমস্ত ধরনের লেনদেন বন্ধ করার। আমানত গ্রহণ ও আমানত পরিশোধ করা উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিবৃতিতে আরবিআই (Reserve Bank of India) জানিয়েছে, এই দুটি ব্যাঙ্কের কোনও রকমের মূলধন রোজগার করার সম্ভাবনা নেই। আরবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে বেহাল কোষাগারের জন্য এই দুটি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের টাকা পরিশোধ করতে অক্ষম। গত আর্থিক বছরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাতিল করে বেশ কয়েকটি ব্যাঙ্কের লাইসেন্স (Licence)।
এছাড়াও মোটা অংকের জরিমানা ধার্য করা হয় ১১৪ টি ব্যাঙ্কের উপর। মুধল কো-অপারেটিভ ব্যাঙ্ক, মিল্লাথ কো-অপারেটিভ ব্যাঙ্ক, রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক, ডেকান কো-অপারেটিভ ব্যাঙ্ক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং বাবাজি দাতে মহিলা আরবান ব্যাঙ্ক এগুলির মধ্যে অন্যতম।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্ট পিছু পাঁচ লক্ষ টাকা করে বিমা করা থাকে। অর্থাৎ কোনও কারণে ব্যাংক দেউলিয়া হয়ে গেলে বা তার লাইসেন্স বাতিল হবে গ্রাহকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন। কিন্তু গ্রাহকদের জমাকৃত টাকা যদি ৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে তারা সেই টাকা পাবেন না।