বিরাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুনের লেলিহান শিখায় ঝলসে মৃত্যু বৃদ্ধ দম্পতির! আহত ছেলে

বাংলা হান্ট ডেস্কঃ ভোরের আলো তখনো ফোটেনি! আর্তনাদ ছড়িয়ে গেলো চারিদিকে। সাড়ে ৪টে নাগাদ হটাৎই দাউদাউ করে জ্বলতে শুরু করল বাড়ি। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেলো চারদিক।

ঘটনাটি বিরাটির (Birati) মহাজাতিনগর এলাকার। ভোর সাড়ে ৪টে নাগাদ বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন স্থানীয় লোকজন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সমগ্র বাড়িটিকে। অনর্গল ধোঁয়া বের হচ্ছে বাড়ির একতলা থেকে। অগ্নিকাণ্ডে বাড়ির ভেতরে তখন আটকে বৃদ্ধ দম্পতি ও তাদের ছেলে।

বাড়ি থেকে আগুন জ্বলতে দেখে দ্রুত তা নেভানোর কাজে ছুটে আসেন স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় দমকলে। কিছু সময় পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও তততক্ষনে আগুনে ঝলসে গেছেন বাড়ির ভেতরে থাকা তিন জনই।

স্থানীয়দের মতে, বাড়িটির মালিক বিজয়কুমার বন্দ্যোপাধ্যায় নামক এক ব্যাক্তির । বিদ্যুৎবাবু একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্মী। বয়স ৯২ বছর। স্ত্রী ও পূত্র সহ তিনি ওই বাড়িতে বাস করেন। কিভাবে এত বড় দুর্ঘটনা হল তার কারণ এখনো জানা যায় নি।

প্রতিবেশীরা আরও জানান, ভোররাতে বিকট আর্তনাদের শব্দ পেয়ে ঘুম ভাঙে তাদের। হঠাৎই দেখেন বিজয়কুমারবাবুর বাড়ি আগুনে জ্বলে উঠেছে। তড়িঘড়ি করে পাম্প চালিয়ে জলের পাইপ নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা। তবে তাদের অভিযোগ দমকলে খবর দেওয়া হলেও বহু সময় পর তারা ঘটনাস্থলে পৌঁছান ।

অন্যদিকে ভয়ঙ্কর এই ঘটনায় ঝলসে যান বাড়ির তিন জনই। আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দোতলার বাড়িটিতে একতলা থেকেই আগুন ছড়িয়েছিল বলে প্রাথমিক অনুমান। তবে ঠিক কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর