বাংলা হান্ট ডেস্কঃ ১৯৯৩ সালে মুম্বাই ধামাকার দোষী ইয়াকুব মেমনের (Yakub Memon) কবরকে বিক্রি করার অভিযোগে দুই জনকে গ্রেফতার করল পুলিশ। ইয়াকুব মেমনের চাচাতো ভাই মোহম্মদ আবদুল রাউফ মেমন এই বিষয়ে থানায় একটি FIR দায়ের করে অভিযোগ করেন যে, মেমনের সাথে অন্য তিনজনের কবর পাঁচ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল।
এই বিষয়ে ১৯ মার্চ মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু সেই সময় করোনা ভাইরাসের মহামারীর সঙ্কট আসার কারণে পুলিশ অত মাথা ঘামায় নি। এবার পুলিশ এই মামলায় পদক্ষেপ নেওয়া শুরু করেছে, আর দুজনকে গ্রেফতার করেছে। জজিল নবরঙ্গে আর পারভেজ সরকরে নামের দুই ব্যাক্তি এখন পুলিশের হেফাজতে।
নবরঙ্গে আর পারভেজ দুজনই মুম্বাইয়ের জুমা মসজিদের ট্রাস্টি। এই ট্রাস্টের অধীনেই কবরস্থানটি আছে। অভিযোগ উঠেছে যে, এই দুজন মিলে কবর বিক্রি করেছিল। জানিয়ে দিই, মুম্বাই হামলার দোষী ইয়াকুব মেমনকে নাগপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়ার পর তাঁকে মুম্বাইয়ের বড় কবরস্থানে ৩০ জুলাই ২০১৫ সালে দফন করা হয়েছিল।