ভারতের অনন্য রেলওয়ে স্টেশন, দেশের একমাত্র রেলওয়ে স্টেশন যেখানে ট্রেন থামে কিন্তু টিকিট পাওয়া যায় না!

বাংলাহান্ট ডেস্ক : দিল্লি-আম্বালা (Indian Railways) রেল রুটে একটি অনন্য স্টেশন রয়েছে, যেখানে যাত্রীবাহী ট্রেন থামে, কিন্তু টিকিট পাওয়া যায় না। সোনিপথ ও পানিপথের দিকে যাওয়া যাত্রীরা তাই বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এই রেলওয়ে স্টেশনটির নাম সোনিপতের রাজলু গড়ি। যাত্রীরা বলছেন, স্টেশনে টিকিট কাউন্টার না থাকায় বিনা টিকিটে যাতায়াত করতে হচ্ছে তাদের। রেল প্রশাসনও সেদিকে নজর দিচ্ছে না। এতে রেলওয়ের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি যাত্রীরা গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত ধরা পড়ার আশঙ্কা করছেন।

রাজলু গড়ি রেলওয়ে স্টেশনে টিকিট বিতরণের চুক্তি রেলওয়ে দ্বারা দেওয়া হয় অন্য সংস্থাকে। এখানে রেলওয়ে বোর্ড নিজে টিকিট দেয় না। চুক্তির পর ঠিকাদার কর্তৃক টিকিট বিতরণ করা হয়।পূর্বের টিকিট বিতরণ চুক্তি শেষ হওয়ার পর থেকে রাজলু গাড়ি রেলওয়ে স্টেশনে কোনও নতুন চুক্তি হয়নি, যার কারণে রেলওয়ে স্টেশনে টিকিট বিতরণ উইন্ডো দেড় মাস ধরে বন্ধ।

এরফলে, বিনা টিকিটে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন রেল যাত্রীরা। যাত্রীরা বলছেন, রেলওয়ে প্রশাসনের গাফিলতির কারণে রাজলু গড়ি রেলস্টেশনে যাত্রীদের সমস্যা হচ্ছে, যার কারণে এখানকার যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।jpg 20221005 130832 0000

রেল যাত্রীদের কথায়, রাজলু গড়ি রেলস্টেশন থেকে প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে প্রায় এক হাজার রেলযাত্রী বিভিন্ন ট্রেনে যাতায়াত করেন। স্টেশনে টিকিট না পাওয়ায় চেকিংয়ের সময় ধরা পড়ার আশঙ্কায় সবাইকে তাড়া করে বেড়াচ্ছে। অনেক সময় ধরা পড়ার জন্য তাদের জরিমানা দিতে হচ্ছে, অথচ টিকিট না থাকাটা তাদের দোষ নয়। যাত্রীরা যাতে সুবিধামত যাতায়াত করতে পারে সেজন্য আগের মতোই টিকিট দেওয়ার জন্য রেল প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাত্রীরা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর