ছুঁলেন গীতা, তারপরেই পাঠ করলেন শপথ বাক্য! অস্ট্রেলিয়ার সংসদে বাঙালি সেনেটরের বেনজির কীর্তি

বাংলাহান্ট ডেস্ক : গীতা স্পর্শ করে শপথ নিলেন এক জনপ্রতিনিধি। সেই জনপ্রতিনিধি আবার বাঙালি। ছবিটা ভারতের নয়, সুদূর অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার সংসদ ভবন সাক্ষী থাকল এমনই এক বিরল ঘটনার। ভারতীয় বংশোদ্ভূত বাঙালি গীতা স্পর্শ করে সেনেটর হিসেবে শপথ নিলেন। সেনেটরের নাম বরুণ ঘোষ।

অস্ট্রেলিয়ার সংসদ ভবন এই নয়া ইতিহাসের সাক্ষী থাকল মঙ্গলবার। ভারতীয় বংশোদ্ভূত বাঙালি সন্তান বরুণ ঘোষ মঙ্গলবার পশ্চিম অস্ট্রেলিয়ার সেনেটর পদে শপথ নেন। হিন্দু ঐতিহ্য মেনে এই বাঙালি গীতা স্পর্শ করে শপথ বাক্য পাঠ করলেন। অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা পেশায় আইনজীবী বরুণ ঘোষ।

আরোও পড়ুন : চলে গেলেন ‘১টাকার ডাক্তার’! চিকিৎসকের শোকে মুহ্যমান কাঁথি এলাকার মানুষ

বরুণ ঘোষের জন্ম ১৯৮৫ সালে। অস্ট্রেলিয়ার পার্থে বসবাস শুরু করেন ১৯৯৭ সাল থেকে। দীর্ঘদিন ধরে যুক্ত রাজনীতির সাথে। এর আগে ২০১৯ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেই নির্বাচনে জয়লাভ করতে পারেননি তিনি। তবে অবশেষে পাঁচ বছর পর এল সাফল্য। অস্ট্রেলিয়ার সংসদ ভবনে প্রবেশ করলেন এই বাঙালি।

আরোও পড়ুন : সন্তান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেই বিশেষ সুবিধা পাবেন এই মা-বাবারা! দুর্দান্ত ঘোষণা সংসদের

অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। তিনি বলেছেন, “সেনেটর বরুণ ঘোষ গীতা ছুঁয়ে শপথ নিলেন। এটা অস্ট্রেলিয়ার সংসদে প্রথমবার হলেও শেষবার নয়।” সদ্য নির্বাচিত সেনেটর বরুণ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি  অ্যালবানজে।

bhagwtvar

তবে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং- এর মন্তব্য থেকে স্পষ্ট ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় হিন্দু জনপ্রতিনিধির সংখ্যা বাড়তে চলেছে। অস্ট্রেলিয়ার সাথে সুমধুর সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ভারত। সে দেশে ভারতীয় বংশোদ্ভুত জনপ্রতিনিধির সংখ্যা বাড়লে আখেরে ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কে মধুরতা বাড়বে তা বলাই যায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর