এক দশকের বেশি সময় পার! কেন বিয়ের পর সিদ্ধার্থের সাথে এখনও ভাড়া বাড়িতে থাকেন বিদ্যা?

বাংলা হান্ট ডেস্ক : বলিউডের দাপুটে অভিনেত্রী হলেন বিদ্যা বালান (Vidya Balan)। তাঁর অভিনয়ের প্রশংসা করেন তাবড় সমালোচকরাও।  দীর্ঘদিনের অভিনয় জীবনে বারবার নিজের নিখুঁত অভিনয় দিয়েই  দর্শকদের মন জয় করে নিয়েছেন বিদ্যা বালান (Vidya Balan)। ইদানিং যদিও খুবই বাছা বাছা বাংলা সিনেমায় কাজ করতে দেখা যায় বিদ্যা বালানকে (Vidya Balan)।

এখনও কেন ভাড়া বাড়িতে থাকেন বিদ্যা বালান (Vidya Balan)?

অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে খুবই সাবধানী এই অভিনেত্রী। তাছাড়া বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আলোচনা করতেও  পছন্দ করেন না নায়িকা। তাই অভিনয় ছাড়া  খুব একটা চর্চায় থাকেন না এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে সিদ্ধার্থ রায় কাপুরের সাথে চার হাত এক হয়েছিল বিদ্যা বালানের।

দেখতে দেখতে তেরো বছর পার হতে চলল তাঁদের  দাম্পত্য জীবনের। কিন্তু জানলে অবাক হবেন বলিউডের এই নামী সেলিব্রেটি জুটি বিপুল অর্থের অধিকারী হলেও আজও তাঁরা ভাড়া বাড়িতেই থাকেন। কিন্তু কেন? এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানিয়েছেন তিনি নাকি এখনও  পর্যন্ত তাঁর মনের মত বাড়ি খুঁজে পাননি।

এ প্রসঙ্গে নিজের পুরনো অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বিদ্যা বালান বলেছেন, ‘মনে আছে বছর ১৫ আগে আমি আর মা নিজেদের জন্য একটা বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম। সেইসময় চেয়েছিলাম বান্দ্রা বা জুহুতে থাকব। কারণ এতে আমার কাজ করতে সুবিধে হবে। চেম্বুর পর্যন্ত যাতায়াতে অনেক সময় চলে যেত।’

আরও পড়ুন : কপিল শর্মার জন্য স্বার্থ ত্যাগ করেও দাম পাননি! আফসোসের করে কী বললেন অর্চনা?

এরপর  অনেক জায়গায় বাড়ি দেখলেও পছন্দ হয়নি তাঁদের। কিংবা যে বাড়ি পছন্দ হচ্ছিল,সেগুলো  বাজেটের বাইরে চলে যাচ্ছিল। বিদ্যা জানান, শেষে খবর পাই, একটি বহুতলে মাত্র ১টি ফ্ল্যাট খালি আছে। ওটাও আমার সাধ্যের বাইরে। তবে মা বলেছিলেন, আরও বেশি কাজ করে ফ্ল্যাটটি কিনে নিতে। কিন্তু সেই সময় তা পারিনি।’

Vdya Balan

এখানেই শেষ নয় সিদ্ধার্থ কাপুরের সাথে বিয়ের পরেও আজ পর্যন্ত মোট ২৫টি বাড়ি ঘুরে দেখেও কোনও বাড়ির ব্যাপারে তাঁরা একমত হতে পারেননি। আর এই কারণেই নাকি এখনও পর্যন্ত তাঁরা ভাড়া বাড়িতেই থাকেন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর