বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র একটা দিনের অপেক্ষা। তারপরই সারাদেশ জুড়ে পালিত হবে স্বাধীনতার 75 বছরের মহোৎসব। সারা দেশ ঢেকে যাবে তেরঙা পতাকায়। ঠিক তার আগেই এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে সবার মনেই। এই ভিডিওটি বেঙ্গালুরু বিমানবন্দরের।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে সিআইএসএফের কর্তব্যরত গাড়ি। সেইখানে ঘিরে আছে কয়েকজন সিআইএসএফ জওয়ান। হঠাৎই সেই জায়গায় হাজির হয় এক খুদে। তার হাতে ভারতের তেরঙা পতাকা। গুটি গুটি পায় শিশুটিকে এগিয়ে যেতে দেখা যায় সিআইএসএফ জওয়ানদের দিকে।
শিশুটিকে আসতে দেখে তার দিকে ঘুরে দাঁড়ান সিআইএসএফ জওয়ানরাও। এরপর শিশুটি তার ছোট্ট হাত দিয়ে ধরে থাকা জাতীয় পতাকাটি বাড়িয়ে দেন জওয়ানদের উদ্দেশ্যে। দাঁড়িয়ে থাকা জওয়ানরা সেই পতাকা গ্রহণও করেন। ফিরে যাওয়ার সময় শিশুটি কর্তব্যরত জওয়ানদের স্যালুট করেন।তারাও পাল্টা স্যালুট দেন শিশুটিকে। দুই পক্ষের এই আদান-প্রদানে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত।
সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের মন। শিশুটির এই উৎসাহকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই।
https://twitter.com/mechirubhat/status/1558335780568924160?s=20&t=CTEx3CAnuPFOfNUNRnwZBw
গত বছর অক্টোবর মাসে বেঙ্গালুরু বিমানবন্দরে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বাবার সাথে হেঁটে যাচ্ছিল চার বছরের শিশু বীর অর্জুন। সেই সময় বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকা জওয়ানদের স্যালুট করে সে। সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জয় করে নেয় সারা দেশবাসীর মন।