নদীতে তৃষ্ণা মেটাতে যাওয়া চিতাবাঘের সঙ্গে অজগরের ভয়ঙ্কর লড়াই! হাড়হিম করে দেবে ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়াতে ‘ওয়াইল্ড লাইফ’ সংক্রান্ত একাধিক ভিডিও বহুবার ভাইরাল হয় এবং সেসব ভিডিওতে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয় দর্শকরা। কখনো দেখা যায়, জঙ্গলের মধ্যে দুই হিংস্র প্রাণীর মধ্যে সংঘর্ষ, কিংবা কখনো দুটি প্রাণীর মধ্যে গাঢ় ভালোবাসা। এসবের মধ্যেই নতুন করে ভাইরাল একটি ভিডিওটি সামনে এসেছে। ভিডিওটি দেখলে যেকোনো মানুষের গায়ে যে কাঁটা দিয়ে উঠবে তা বলা যায়। ভয়ানক এই ভিডিওটি তে কি এমন রয়েছে, আসুন জেনে নেওয়া যাক।

ভিডিওটিতে যে দুটি প্রাণী তে দেখা যাচ্ছে তাদের দেখে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। একটি হলো বিশালাকার অজগর এবং অপর প্রাণীটি চিতাবাঘ। এখানে আপনারা দেখতে পাবেন, বাঘটি তৃষ্ণা মেটাতে একটি নদীর কাছে যায় এবং সেখানেই জাগুয়ারটি লক্ষ্য করে একটি অজগর সাপ তার সামনে এসে পড়েছে। স্বভাবতই, অজগরটি সেই মুহূর্তে বাঘটির ক্ষোভের শিকার হয় এবং সেই সাপটিকে ধরার জন্য উদগ্রীব হয়ে ওঠে হিংস্র এই প্রাণীটি।

এরপর দেখা যায়, জাগুয়ার বাঘ অজগরটিকে মুখের মধ্যে ধরে নিয়ে শিকার করার চেষ্টা করছে এবং এখানেই শেষ হয় ভিডিওটি। ভাইরাল এই ভিডিওটি ‘wild_animal_shorts_’ নামক ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা হয়। এবং ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তার কিছু সময়ের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। এই ভিডিওটিতে অসংখ্য লাইক এবং কমেন্ট করে নিজেদের ভালোবাসার উজাড় করে দিয়েছে সকল দর্শক।

Sayan Das

সম্পর্কিত খবর