বাংলাহান্ট ডেস্কঃ আমাদের ছোটবেলার একটা বড় অংশ কাটে দাদু-ঠাকুমাদের সাথে খেলে। তাদের কাছে আমরা যেমন ছোটবেলায় রূপকথার গল্পের মধ্যে দিয়ে অনেক শিক্ষা পেয়েছি, ঠিক তেমনই তাদের মধ্য দিয়ে আমাদের মধ্যে প্রবাহিত হয়েছে লোকসংস্কৃতি। খেলা তারই একটা অংশ। নেটপাড়ায় নাতনিকে পুরোনো দিনের খেলা শিখিয়ে এবার ভাইরাল (viral) হলেন এক ঠাকুমা। দু মিনিটের এই ভিডিও দেখে আবেগে ভাসল নেটপাড়া।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। তেমনই একটি মন ভাল করে দেওয়া ভিডিও এবার নেটপাড়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, নাতনিকে ঠাকুমা পুরোনো দিনের পাথর নিয়ে খেলা শেখায়। একরত্তিও বেশ আগ্রহ সহকারে ঠাকুমার সেই পাথর নিয়ে কারিকুরি দেখে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, এই কারনেই শিশুদের দাদু ঠাকুমাদের সাথে সময় অতিবাহিত করতে দেওয়া উচিত।
নেটপাড়ায় ভিডিওটি পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায়। লাইক কমেন্ট উপচে পড়ে। অনেকেরই নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তাদেরই একজন কমেন্ট করেন, ‘ দাদু ঠাকুমাকে যত্ন করুন !! তারা আমাদের পাওয়া সবচেয়ে সুন্দর উপহার! আমি সবেমাত্র আমার ঠাকুমাকে হারিয়েছি। আমি দাম জানি! তারা বাস্তব হীরা, রত্ন! সমস্ত দাদু ঠাকুমার প্রতি স্যালুট ‘
https://twitter.com/AndeDursu/status/1273850927036821504?s=09