বিদ্যুৎ ছাড়াই চলবে ট্রেডমিল, চর্বি ঝরবে লাগবে না টাকা! অবাক আবিষ্কার করে তাক লাগালেন ব্যক্তি! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে শরীর নিয়ে সচেতনতা ক্রমশ বাড়ছে। পাশাপাশি, নিয়ম করে শারীরিক কসরৎ-ও করেন অনেকেই। তবে, ব্যস্ততার জীবনে সময়ের অভাবে বাড়িতে কিংবা জিমে ট্রেডমিলের ওপর ভর করেই কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে নেন অধিকাংশ মানুষ। যদিও, সাধারণত ট্রেডমিলে হাঁটতে গেলে প্রথমেই চালু করতে হয় বিদ্যুতের সুইচ।

কিন্তু, বিদ্যুৎ ছাড়াই যদি ট্রেডমিল চালানো সম্ভব হয় তাহলে ঠিক কেমন হয়? শুনতে অদ্ভুত মনে হলেও ঠিক এইরকমই এক অভূতপূর্ব আবিষ্কার করে ফেলেছেন তেলেঙ্গানার এক ব্যক্তি। শুধু তাই নয়, বিদ্যুতের খরচ বাঁচানোর পাশাপাশি তিনি তৈরি করে ফেলেছেন কাঠের ট্রেডমিলও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কাঠের এই ট্রেডমিল তৈরির ভিডিয়ো ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই তা অবাক করে দিয়েছে সকলকে।

তবে, শুধু নেটিজেনরাই নয়, বরং এই অভিনব আবিষ্কারে বিষ্মিত হয়েছেন শিল্প, বাণিজ্য এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী কে টি রামা রাও। তেলেঙ্গানার ওই ব্যক্তির সৃজনশীলতায় মুগ্ধ হয়ে মন্ত্রী টুইট করে লিখেছেন, দ্রুত এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাঁকে কাঠের ট্রেডমিল তৈরি করায় উৎসাহ দিয়ে উৎপাদন বাড়ানোর ব্যবস্থা করা হবে।

এদিকে, এই ট্রেডমিল তৈরির ভিডিওটি বর্তমানে ঝড় তুলেছে নেটমাধ্যমে। সাধারণত সোশ্যাল মিডিয়ায় মজাদার বা একটু ভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হলেও মাঝে মাঝে এমন কিছু ভিডিও সামনে আসে যেগুলি দেশের অনবদ্য প্রতিভাগুলিকে সবার মাঝে উপস্থাপিত করে। নিঃসন্দেহে এই ভিডিওটিও সেই তালিকাতেই পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে যে, এক্কেবারে প্রথমে ট্রেডমিলের মাপমতো কাঠ কেটে নিচ্ছেন নির্মাণকারী ব্যক্তি। তারপর সেখানে চেন জাতীয় একটি বস্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। মূলত সাইকেলের চেন যেভাবে প্যাডেল করলে ঘোরে এবং দুটো চাকাকে সচল রাখে এখানেও পদ্ধতিটা অনেকটা সেই রকমই। তবে শুধু তৈরিই নয়, পাশাপাশি, ট্রেডমিলটি চালিয়েও দেখিয়েছেন ওই ব্যক্তি।

ট্রেডমিলের যে অংশে ব্যবহারকারী হাঁটবেন সেখানে রয়েছে কাঠার পাটাতন। পা দিয়ে সামনে থেকে পিছনে টানলেই স্বাভাবিক গতিতে চালানো যাবে এই ট্রেডমিল।পাশাপাশি, সাধারণ ট্রেডমিলে যেমন ধরার জন্য দুটো হ্যান্ডেল থাকে, এখানেও তেমনই কাঠের হ্যান্ডেল রয়েছে। তবে, অন্যান্য ট্রেডমিলের চেয়ে তুলনায় আকারে একটু ছোট এই ট্রেডমিল।

সবচেয়ে উল্লেখযোগ্য হল, এটি ব্যবহার করতে বিদ্যুতের কোনোরকম প্রয়োজন নেই। এদিকে, এমন অভিনব আবিষ্কারের ভিডিও নেটমাধ্যমে আসার সাথে সাথেই অবাক হয়ে গিয়েছেন সকলে। ট্রেডমিলও যে এভাবে বানানো সম্ভব তা কল্পনাও করতে পারেননি কেউই। যে কারণে ওই ব্যক্তিকে কুর্ণিশ জানিয়েছেন নেটাগরিকরা। পাশাপাশি, বিদ্যুতের খরচ মিটিয়ে তিনি যেভাবে শারীরিক কসরতের অন্যতম একটি উপায় তৈরি করেছেন সেই কারণে তাঁর প্রশংসাও করেছেন নেটিজেনরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর