সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রহস্যময়ি প্রাণীর ভিডিও! স্পাইডার ম্যানের ভেনমের সাথে করা হচ্ছে তুলনা

বাংলা হান্ট ডেস্কঃ এই মায়াবী বিশ্বে (World) অনেক রহস্যময়ি প্রাণী (unknown creature) দেখা যায়, যেগুলো খুবই বিরল হয়। এরকমই এক প্রাণীর ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে একটি রহস্যময়ি প্রাণীকে দেখা যাচ্ছে। ওই প্রাণীর ভাইরাল ভিডিও (Viral Video) প্রচুর মানুষকে আকর্ষিত করছে। এমনকি অনেকেই ওই জিবের তুলনা ভিন গ্রহ থেকে আসা এলিয়েনদের (alien) সাথে করছে।

social media 040920124928

ওই ভিডিওতে সবাই নিজের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছে। অনেকে তো এও বলছে যে, মার্বেল সিনেমার খতরনাক এলিয়েন ভেনম পৃথিবীতে নেমে এসেছে। এই ভিডিও দুই সপ্তাহ আগে আপলোড করা হয়েছি।। এরপর থেকে অনেকেই ওই ভিডিওতে নিজের প্রতিক্রিয়া দিচ্ছে। ওই ভিডিও ট্যুইটার ইউজার @sunnyarkade আপলোড করেছে। ওই রহস্যময়ি প্রাণীর ভিডিও পোস্ট করে উনি প্রশ্ন করেন যে, এরকম প্রাণী কেউ দেখেছেন? জানুন এটা কি? আপনি নীচের লিঙ্কে ওই ভিডিও দেখতে পাবেন।

এই ভিডিও সামনে আসার পর অনেক ট্যুইটার ইউজার স্পাইডার ম্যান ৩ আর ভেনম সিনেমায় দেখানো এলিয়েনের সাথে তুলনা করছেন। ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে একটি পাথরের উপর আজব প্রকারের একটি কালো প্রাণী দেখা যাচ্ছে। ভিডিও বানানো যুবক, একটি ছুড়ি ব্যবহার করে ওই প্রাণীটিকে আলাদা করার চেষ্টা করছেন।

ওই ভিডিওটিকে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে শেয়ার করার পর ১৯.৫ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর হাজার হাজার মানুষ উৎসুক হয়ে নিজের মতো মন্তব্য করে চলেছে। অনেকেই ওই ভিডিও দেখে, এলিয়েন ভেনম এর জিআইএফ শেয়ার করেন। তাঁরা বলছেন, এই প্রাণী এলিয়েন হতে পারে। এক ট্যুইটার ইউজার লেখেন, এটা স্পষ্ট রুপে ভেনমই। আমরা এর আগেও অনেক কিছু দেখে নিয়েছি, এবার আর এলিয়েন দেখতে চাইনা।

viral video5 040920124928

সিবিআর অনুযায়ী, এটা আসলে একটি Bootlace warm। এটি পৃথিবীর সবথেকে দীর্ঘ প্রাণীর মধ্যে একটি। এই প্রাণী ১৮০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই প্রাণীর মধ্যে একটি বিষাক্ত উপকরণ আছে, যেটির সাহায্যে এর শিকার করতে আসা প্রাণীদের সে অবস করে দিতে পারে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর