বাংলা হান্ট ডেস্কঃ ভকরোনার সময়ে বলিউড অভিনেতা সোনু সুদ লক্ষ লক্ষ মানুষের সাহায্য করেহেন। সোনু সুদ শুধু আর্থিক দিক থেকেই নয়, অন্য দিক থেকেও অভাবীদের সাহায্য করেছেন। আর এরজন্য সোনু কখনো নারকেল বিক্রেতা হয়ে যান, আবার কখনো ফুড স্টোরের রাঁধুনি। এবার আরও একবার সোনু সুদকে আলাদা আন্দাজে দেখা যাচ্ছে। রাঁধুনি আর নারকেল বিক্রি করা সোনু সুদ এবার দর্জি হয়ে গেছেন। সোনু সুদের নতুন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।
এই ভিডিওটি সোনু সুদ নিজেই নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওতে অভিনেতাকে সেলাই করতে এখা গিয়েছে। ভিডিও শেয়ার করে সোনু সুদ যা ক্যাপশন দেন, সেটা দেখে আপনার হাসি পাওয়া স্বাভাবিক। ভিডিও শেয়ার করে সনু সুদ লেখেন, ‘এখানে বিনাপয়সার সেলাই করা হয়, কিন্তু প্যান্টের বদলে অন্তর্বাস তৈরি হয়ে গেলে এর গ্যারান্টি আমি নিতে পারব না।” সোনু সুদের এই খোলামেলা, হাস্যকর মেজাজ তাঁর ফ্যানেরা খুব পছন্দ করছেন।
মোট ২০ সেকেন্ডের এই ভিডিওতে সোনু সুদকে খুব মনোযোগের সাথে সেলাই করতে দেখা গিয়েছে। সোনু সুদ শুধু সেলাই করেই থেমে থাকেন নি, তিনি সবাইকে হাসানোরও চেষ্টা করেছেন। লকডাউনের সময় থেকেই সোনু সুদ বেশ অ্যাক্টিভ। লকডাউনে গরিবদের সাহায্য করার জন্য সবাই সোনুকে ‘গরিবের মসিহা” বলে বিখ্যাত করে দেয়।
Sonu Sood tailor shop.
यहां मुफ्त में सिलाई की जाती है।
पैंट की जगह निकर बन जाए, इसकी हमारी गारंटी नहीं 😂 pic.twitter.com/VCBocpUSum— sonu sood (@SonuSood) January 16, 2021
সোনু সুদ এই ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘Sonu Sood tailor shop” এখানে বিনামূল্যে সেলাই করা হয়।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!