চুলের মুটি ধরে টানাটানি, অশাব্য ভাষায় গালিগালাজ! ছাত্রীদের হাতাহাতির ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: সদ্যই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। গত মঙ্গলবার ছিল এই পরীক্ষার শেষ দিন। স্বাভাবিকভাবেই জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ হতে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে পরীক্ষার্থীরা। এছাড়াও, করোনা আবহে গত বছর এই পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় একটা বাড়তি আগ্রহ ছিল চলতি বছরের পরীক্ষাকে ঘিরে।

এদিকে, পরীক্ষা দেওয়ার পরই রাজ্যজুড়েই আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। কিন্তু, কোথাও কোথাও সেই আনন্দ এতটাই তীব্র হয়ে গিয়েছে যে রীতিমত তা উঠে এসেছে খবরের শিরোনামে। পরীক্ষা শেষে ডিজে চালিয়ে নাচ থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে মারামারি সবকিছুরই সাক্ষী থেকেছে রাজ্য। তবে, বর্তমান প্রতিবেদনে আমরা যে প্রসঙ্গটি উপস্থাপিত করব সেটি নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। আর যা দেখে চোখ কপালে উঠেছে সবার।

   

এমনিতেই, সোশ্যাল মিডিয়া মানে সেখানে হাজার হাজার ভিডিওর ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু, তারই মাঝে এমন কিছু ভিডিও থাকে যা দেখে অবাক হন সকলেই। এই ভিডিওটিও ঠিক সেই ক্যাটাগরিতেই পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, মাধ্যমিক পরীক্ষা শেষে স্কুল ড্রেসেই আনন্দে মেতে উঠেছে একদল ছাত্র-ছাত্রী। দোলের আগেই আবির দিয়ে নিজেদের রাঙিয়েও দিয়েছে তারা। তবে, এতদূর সব কিছু ঠিকঠাক থাকলেও এর পরে যা ঘটেছে তা কল্পনা করতে পারেননি কেউই।

ওই অবস্থাতেই নিজেদের মধ্যে তীব্র মারপিটে জড়িয়ে পড়ে বেশ কিছু ছাত্রী। এদিকে, কিছু ছাত্রী ছুটে এসে তাদের ছাড়িয়ে দিতে উদ্যত হলেও অনেকে আবার ভিড়ের মাঝখান থেকেই লাথি চালাতে থাকেন। এছাড়াও, কিল-চড়-ঘুঁষির ভয়ানক এই মারপিটের ভিডিও করতে থাকেন অনেকেই। পাশাপাশি, সেখানে ছাত্ররাও উপস্থিত থাকলে মারপিটে জড়িয়ে পড়ে ছাত্রীরাই।

এদিকে, এই ভিডিওটিই বর্তমানে ঝড় তুলেছে নেটমাধ্যমে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রায় ৩ লক্ষ ৬০ হাজার জন ভিডিওটি দেখে ফেলেছেন। এহেন ভিডিও দেখে সকলেই সমালোচনা করেছেন ওই ছাত্রীদের। পাশাপাশি, নেটিজেনরা কমেন্টের মাধ্যমে প্রতিক্রিয়াও জানাতে থাকেন। এছাড়াও, পরীক্ষার পরে এমন উল্লাস যে তাঁরা আগে কখনও দেখেননি তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর