বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েক মাস হয়ে গেল ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat kohli) ফর্মে নেই। বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই তা প্রায় এক বছরেরও বেশি সময় হয়ে গেল। 2020 সালের ক্যালেন্ডারে একটিও সেঞ্চুরি আসেনি বিরাট কোহলির ব্যাট থেকে। যা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন বিরাট কোহলির।
Who else could it have been?@imVkohli became the first player to score 3000 runs in men's T20Is last night 👏#INDvENG pic.twitter.com/iK87PmnCNF
— ICC (@ICC) March 15, 2021
গত বছরের শেষের দিক থেকে বিরাট কোহলি খারাপ ফর্ম শুরু হয়েছে তা অব্যাহত ছিল এতদিন পর্যন্ত। শেষ পাঁচটি ইনিংসে তিনবার শূন্য রানে আউট হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির মতো ক্রিকেটারের কাছ থেকে যেটা আশা করা যায় না। আর এই নিয়ে 14 বার শূন্য রানে আউট হয়ে ভারত অধিনায়ক হিসেবে সবথেকে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। তারপর থেকে বিরাট কোহলি কে নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই।
2⃣6⃣th T20I 5⃣0⃣! 👏👏
Captain @imVkohli notches up a 35-ball half-century with a SIX! 👍👍@Paytm #INDvENG #TeamIndia
Follow the match 👉 https://t.co/gU4AGqh8Um pic.twitter.com/8OBawNWdAB
— BCCI (@BCCI) March 14, 2021
অনেকেই অধিনায়ক থেকে বিরাট কোহলি কে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। তাদের দাবি অবিলম্বে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হোক বিরাট কোহলিকে তাহলে হয়তো বিরাট নিজের খেলা খেলতে পারবে। এত সমালোচনা হলেও কোনদিন এই বিষয়ে মুখে কিছু বলেননি কোহলি। শুধু অপেক্ষায় ছিলেন সঠিক সময়ের। তবে এবার সকলকে জবাব দিলেন বিরাট কোহলি তবে সেটা মুখে নয় কাজেই করে দেখালেন কোহলি। ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলে সমালোচকদের সপাটে দিলেন কোহলি। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত 49 বলে 73 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বিরাট কোহলি। সেই সঙ্গে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান সম্পন্ন করেছেন কোহলি। আর এরই মধ্যে তিনি সমালোচকদের জবাব দিয়েছেন।