ভোজপুরি কমেন্ট্রি শুনলেন বিরাট কোহলি! তার প্রতিক্রিয়া দেখে হাসতে হাসতে উন্মাদ হবেন আপনিও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাত্র ২৩টি ম্যাচ হয়েছে, তাতেই চলতি আইপিএল (IPL 2023) বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। একাধিক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচের পাশাপাশি বেশ কিছু নতুন নিয়ম, তিন বছর পরে ফের একবার দর্শকপূর্ন স্টেডিয়ামে নিজ নিজ দলের হোম ম্যাচ খেলার সুযোগের পাশাপাশি আরেকটি বিষয়ে যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এই আইপিএলকে উপভোগ্য করে তুলেছে সেটি হলো বিভিন্ন ভাষায় ধারাভাষ্য।

আইপিএলের উন্মাদনা যাতে হিন্দি বা ইংরেজি জানা না থাকলে অনুভব করতে অসুবিধা না হয় সেই উদ্দেশ্য নিয়ে এবার সম্প্রচারকারীরা মোট ১২টি ভাষায় এই মিলিয়ন ডলার লিগ সম্প্রচারের ব্যবস্থা করেছে। ক্রিকেটপ্রেমীরা নিজ নিজ ভাষায় এই হাইভোল্টেজ টুর্নামেন্টের আনন্দ উপভোগ করছেন। তবে তাদের মধ্যে আলাদা করে জনপ্রিয় হয়ে উঠেছে ভোজপুরি ভাষায় কমেন্ট্রি।

বিরাট কোহলি পর্যন্ত এই ভোজপুরি ধারাভাষ্য শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন এবং হাসিতে ফেটে পড়েছেন। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিরাট কোহলি হাতে ফোন নিয়ে ভোজপুরি ধারাভাষ্য শুনছেন এবং উপভোগ করে নিজেও সেই ভাষায় কিছুটা কথা বলার চেষ্টা করছেন। সম্পূর্ণ দেশী উচ্চারণ এবং তার সঙ্গে সঙ্গে কিছু গালাগালের ব্যবহার এই কমেন্ট্রি দর্শকদের কাছে হাস্যকর এবং বিনোদনভরা একটি উপভোগ্য বিষয় করে তুলেছে।

বিরাট কোহলি এই ধারাভাষ্য শুনে নিজের মতামত জানাতেও ভুলেননি। প্রাক্তন ভারতীয় ও আরসিবি অধিনায়ক এই সম্পর্কে বলেছেন, “এটা পুরোপুরি অবিশ্বাস্য ব্যাপার। আপনি যদি এই ধারাভাষ্য শোনেন এবং তার কিছু মাত্র অংশও বুঝতে পারেন তাহলেই এটা আপনাকে ভরপুর বিনোদন দেবে।”

বিরাট কোহলি নিজে চলতি মরশুমে অসাধারণ ছন্দে রয়েছেন। চার ম্যাচ খেলে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স বাদে বাকি সব দলের বিরুদ্ধে তিনি অর্থশতরানের গণ্ডি ছুঁয়েছেন। এই চার ম্যাচ খেলে তিনি ৭১.৩৩ গড়ে ২১৪ রান করেছেন। চলতি আইপিএলে তার স্ট্রাইক রেট প্রায় দেড়শোর কাছাকাছি। আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি কেমন পারফরম‍্যান্স করেন সেদিকে নজর রয়েছে সকলের।


Reetabrata Deb

সম্পর্কিত খবর