বাংলাহান্ট ডেস্ক : মোগরগাঁও-গুলমা (Mohorgaon Gulma) নামটার সাথে অনেকেই পরিচিত নন। এই জায়গাটি শিলিগুড়ির খুব কাছেই অবস্থিত। অসাধারণ প্রকৃতির খেলা এই জায়গাকে সমৃদ্ধ করে তুলেছে। যারা পাহাড় ও সমুদ্র বাদ দিয়ে এবারের পুজোর ছুটি কাটাতে চাইছেন তাদের জন্য মোগরগাঁও-গুলমা বেড়াতে যাওয়ার আদর্শ ঠিকানা।
শিলিগুড়ির খুব কাছেই অবস্থিত এই জায়গা। কিন্তু অনেক পর্যটকই এই জায়গাটি সম্পর্কে ওয়াকিবহাল নন। তাই অপেক্ষাকৃত নির্জন থাকে এই জায়গাটি। এখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। শীতকালে স্থানীয়রা এই নদীর পাড়ে পিকনিক করতে আসেন। তবে আমরা যারা ইট – কাঠ -পাথরের জঙ্গলে বাস করি তাদের কাছে সারা বছরই এই জায়গাটি স্বর্গ সমান।
এখানে রয়েছে মহানন্দা নদীর সাদা বালির রিভার বেড। সুবিশাল এই রিভার বেড দিয়ে অনায়াসে গাড়ি চালানো যায়। শিলিগুড়ি স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত গুলমা। শিলিগুড়ির পরের স্টপেজই হল গুলমা। একটি রেল ব্রিজ চলে গিয়েছে এখানকার মহানন্দা নদীর উপর দিয়ে। এই ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন যায় সেই দৃশ্য খুবই উপভোগ্য হয়।
গুলমা ফরেস্ট রয়েছে মহানন্দা নদীর পাশেই। সেখানে আপনারা দেখতে পাবেন হাতি। স্থানীয়রা বলে থাকেন তারা নাকি মাঝে মধ্যে চিতা বাঘের দেখাও পেয়ে থাকেন। তাই এই জায়গায় এলে যেমন দেখা পাওয়া যাবে বন্য প্রাণীর, তেমনই থাকবে জঙ্গলের রোমাঞ্চ।