বর্ষাকালে ভালোবাসেন বেড়াতে? মিস করবেন না ভারতের এই ১১ টি ডেস্টিনেশন, গেলেই পয়সা হবে উশুল

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) বর্ষার আগমনের সাথে সাথেই পরিবেশের সৌন্দর্যে এক বিরাট পরিবর্তন ঘটে। শুধু তাই নয়, যাঁরা বেড়াতে ভালোবাসেন তাঁদের অনেকেই অপেক্ষা করে থাকেন বছরের এই নির্দিষ্ট সময়টির জন্য। কারণ, এই সময়ে পাহাড় থেকে শুরু করে সমুদ্র প্রতিটি ক্ষেত্রেই মোহনীয় পরিবেশ তৈরি হয়। আর সেই সৌন্দর্য আস্বাদানের জন্যই বেরিয়ে পড়েন প্রকৃতিপ্রেমীরা। এমতাবস্থায় আপনিও যদি বর্ষার মরশুমে কোথাও বেড়াতে যেতে চান সেক্ষেত্রে বর্তমান প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, আজ আমরা আপনাদের কাছে ভারতের (India) এমন ১১ টি ট্রাভেল ডেস্টিনেশন সম্পর্কে জানাবো যেগুলি বর্ষাকালে নৈসর্গিক রূপ ধারণ করে।

বর্ষাকালে ঘুরে আসুন ভারতের (India) এই ১১ টি ট্রাভেল ডেস্টিনেশনে:

১. রানিখেত, উত্তরাখণ্ড: কুমায়ন হিমালয়ে অবস্থিত রানিখেত বর্ষার কয়েকটা মাস সুন্দরভাবে সেজে ওঠে। এখানকার সামগ্রিক পরিবেশ বৃষ্টিস্নাত হয়ে পর্যটকদের আকৃষ্ট করে। তাই, সময় করে একবার এখানে ঘুরে আসতেই পারেন।

   

 Visit these 11 travel destinations in India during monsoons.

২. লোনাভালা, মহারাষ্ট্র: পর্বতমালা পরিবেষ্টিত মহারাষ্ট্রের লোনাভালা পর্যটকদের কাছে একটি পছন্দের ডেস্টিনেশন হিসেবে বিবেচিত হয়। শহরের কোলাহল থেকে দূরে সরে যেতে এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য বর্ষাকালে অনেকেই পৌঁছে যান এখানে। পাশাপাশি এখানে থাকা বুশি বাঁধের কাছে বিখ্যাত জলপ্রপাত অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

৩. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ: আন্দামান-নিকোবরে প্রায় ৫৭০ টি দ্বীপ রয়েছে। পাহাড় থেকে শুরু করে রুপোলি বালির সৈকত এবং তার সাথে সাথে এখানকার সমুদ্রের সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। এর পাশাপাশি যাঁরা স্কুবা ডাইভিং থেকে শুরু করে স্নরকেলিং এবং অন্যান্য ওয়াটার স্পোর্টস পছন্দ করেন তাঁরাও ভিড় জমান এখানে।

 Visit these 11 travel destinations in India during monsoons.

৪. লাদাখ, জম্মু ও কাশ্মীর: আগামী ১৭ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে লাদাখ উৎসব। বছরের এই সময়টাতে পর্যটকরা প্রচুর পরিমাণে ভিড় জমান এখানে। বর্ষা পরবর্তী সময়ে এখানকার পরিবেশ হয়ে ওঠে দুর্দান্ত। সুবিশাল পর্বতের পাশাপাশি স্বচ্ছ জলের হ্রদ এবং গিরিপথ সবকিছুই রয়েছে এখানে।

৫. উদয়পুর, রাজস্থান: আপনার যদি ঐতিহাসিক স্থান পছন্দ হয় এবং ইতিহাসের সাথে প্রত্যক্ষ যোগাযোগ ভালোলাগে তাহলে আপনি নিঃসন্দেহে রাজস্থানের উদয়পুর পৌঁছে যেতে পারেন। এখানকার একাধিক প্যালেস আপনাকে যেমন অবাক করে দেবে ঠিক তেমনি বর্ষার সময়ে প্রাকৃতিক সৌন্দর্যও আপনাকে চমকে দেবে।

 Visit these 11 travel destinations in India during monsoons.

৬. স্পিতি ভ্যালি, হিমাচল প্রদেশ: “লিটল তিব্বত” হিসেবে বিবেচিত এই ভ্যালি তার মনোমুগ্ধকর সৌন্দর্যের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানায়। বর্ষাকালে এটি ভারতের অন্যতম একটি অফবিট ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে বিবেচিত হয়। এখানকার জীববৈচিত্র্য থেকে শুরু করে পিনভ্যালি ন্যাশনাল পার্ক সবকিছুই আপনাকে অবাক করবে।

৭. পন্ডিচেরি: পুরনো ঔপনিবেশিক বাড়ি থেকে শুরু করে পাথরের রাস্তা কিংবা সমুদ্রের সামনে থাকা ক্যাফে, পন্ডিচেরিতে আপনি গেলে পাবেন বৈদেশিক ছোঁয়া। সমুদ্রের সৈকতে বসে আপনি খুব সহজেই এখানে কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। বর্ষাকালে এটিও অন্যতম একটি ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: Axis Bank-এ বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ, পরীক্ষা ছাড়াই মিলবে চাকরি, এভাবে করুন আবেদন

৮. ওয়ানাড়, কেরালা: এবারে আমরা আপনাদের জানাবো কেরালার ওয়ানাড় সম্পর্কে। যেটি ভারতের একটি অন্যতম সেরা হিল স্টেশন হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয় দক্ষিণ ভারতের এই এলাকাটি বর্ষার সময় হয়ে ওঠে অত্যন্ত মনোমুগ্ধকর। বর্ষার সময়টিকে ভালোভাবে উদযাপন করার জন্য এখানে তিনদিনের বর্ষা উৎসব “স্প্ল্যাশ” আয়োজন করা হয়।

৯. মাউন্ট আবু, রাজস্থান: এটিও হল ভারতের একটি অন্যতম জনপ্রিয় হিল স্টেশন। যাঁরা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাঁরা পাড়ি জমান মাউন্ট আবুতে। এখানে ট্রেকিংয়ের পাশাপাশি হ্রদে চালানো যায় নৌকো। সামগ্রিকভাবে এখানকার মনোরম পরিবেশ আকৃষ্ট করে পর্যটকদের।

আরও পড়ুন: এই ছবিতেই লুকিয়ে রয়েছে একটি শেয়াল! ৮ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

১০. আগুম্বে, কর্ণাটক: আপনি যদি বর্ষাকালে বেড়াতে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখতে পারেন কর্ণাটকের আগুম্বেকে। এই জায়গাটি দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি নামে পরিচিত। কারণ এখানে, সারা বছর ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এখানে রেইন ফরেস্ট থাকার পাশাপাশি এলাকাটি কিং কোবরার আবাসস্থল হিসেবেও বিবেচিত হয়।

১১. আলিবাগ, মহারাষ্ট্র: আলিবাগ একটি অত্যন্ত সুন্দর শহর। যেটি মহারাষ্ট্রের কোঙ্কন অঞ্চলে অবস্থিত। এটি একটি জনপ্রিয় পর্যটন স্থল হওয়ার পাশাপাশি এই শহরটি তার ইতিহাস, সামুদ্রিক খাবার এবং সংস্কৃতির জন্যও পরিচিত। বর্ষাকালে বিপুলসংখ্যক পর্যটক প্রতিবছর উপস্থিত হন এখানে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর