মাথায় বাজ! এই রাজ্য সরকারি কর্মীদের পুজোর ছুটিতেও করতে হবে কাজ! জারি নয়া বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ আজ তৃতীয়া। পুজোর আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। আর পুজো মানেই টানা ছুটি (Government Holiday)। যা উৎসবের আনন্দকে রীতিমতো দ্বিগুন করে দেয়। তবে এবারে সেই পালা চুকলো বলে! পূজোর ছুটিতে অন্যদের টানা লম্বা থাকলেও শিক্ষকদের (Teachers) আর টানা ছুটি নয়। প্রয়োজনে লক্ষ্মী পুজো থেকে কালীপুজোর মধ্যে অনলাইনে পড়ুয়াদের ক্লাস নিতে পারবে স্কুলগুলি। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফে প্রধান শিক্ষকদের বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

যদিও ক্লাস নেওয়ার বিষয়টি পুরোপুরি অপশনাল। এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “স্কুলগুলিতে এই ক্লাস বাধ্যতামূলক নয়। তবে লক্ষ্মী পুজো থেকে কালীপুজোর মধ্যে স্কুলগুলি যদি প্রয়োজন মনে করে তাহলে একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস করাতে পারে। যাতে দ্বিতীয় সিমেস্টারের আগে পড়ুয়াদের সিলেবাস অনেকটা শেষ করা যায়।”

জানিয়ে রাখি, এ বছর আমূল বদলে গিয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণীর সিলেবাস। এদিকে প্রথম সেমিস্টারের বই হাতে পেতেও অনেকটা দেরি হয়ে যায়। ফলত অনেকটাই পিছিয়ে রয়েছে সিলেবাস। এখনও অনেক স্কুলই প্রথম সেমিস্টারের সিলেবাস সম্পূর্ণ করতে পারেনি। এদিকে পুজোর ছুটি শেষ হওয়ার পর স্কুল খুলতে না খুললেই দ্বিতীয় সিমেস্টারের ক্লাস শুরু হয়ে যাবে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বহু স্কুল। যেহেতু নয়া সেমিস্টার পদ্ধতি ও নয়া সিলেবাসে এ বছর থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই লম্বা ছুটির পর পড়ুয়াদের স্বাভাবিক ছন্দে ফিরতে অনেকটাই সময় লেগে যাবে। পড়াশোনার আরও ক্ষতি হবে। তাই শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

School teacher

আরও পড়ুন: কথা রাখলেন, পুজোর আগেই সাধারণ মানুষের জন্য যা করলেন অভিষেক… ধন্য ধন্য করছে সকলে

আবার বেশ কিছু স্কুল তরফে জানা গিয়েছে তারা লক্ষ্মী পূজোর পর থেকেই অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছেন। সিমেস্টার পদ্ধতির সঙ্গে ধাতস্থ করতেই এই পদক্ষেপ। আবার পুজোর পরেই পুরনো সিলেবাসের টেস্ট পরীক্ষা রয়েছে। অনেক ক্ষেত্রেই সিলেবাস সম্পূর্ণ শেষ করা সম্ভব হয়নি। তাই পুজোর ছুটির মধ্যেও পড়ুয়াদের ক্লাস করানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর