বাংলাহান্ট ডেস্ক : প্রবল বৃষ্টিতে বণ্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টিতে প্রায় ডুবে শিলিগুড়ি থেকে ডুয়ার্স। দক্ষিণেবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা। তবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে গত ২৪ ঘণ্টায় খুব বেশি বৃষ্টি হয়নি। তবে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। পূর্ব মেদিনীপুর, উত্তর-দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বর্জ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আজ প্রায় সারাদিনই মুখ গোমড়া থাকবে আকাশের। এখনই তাপমাত্রা এখনই কমার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
এক নজরে আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮২%
আজকের আবহাওয়া
সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও। আজ শহরে সর্বনিম্ন আদ্রতা থাকবে ৮২ শতাংশ এবং সর্বোচ্চ ৯২ শতাংশ। যদিও আদ্রতাজনিত গুমোট থেকে রেহাই মিলবে শহরবাসীর। মাঝে মাঝে বইতে পারে ঝোড়ো বাতাসও। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৯° সেলসিয়াস। প্রবল বৃষ্টির সম্ভবনা প্রায় নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। তার জেরেই আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে পূর্ব মেদিনীপুর সহ দুই পরগনাও। দক্ষিণের বাকি জেলা গুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভবনা। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বর্জ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতাতেও বর্জ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে দিনের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই।গত ৩ জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছে তার ১৫ দিন পর। আজ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় বানভাসি অবস্থা। ফুলেফেঁপে উঠেছে তিস্তা। হুহু করে জল ঢুকছে পাহাড়ের জেলাগুলিতে। জারি করা হয়েছে সতর্কতা। গতকাল থেকে বৃষ্টির তীব্রতা কমেছে উত্তরবঙ্গে। তবে পাহাড়ের জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা এখনও রয়েছে বলেই খবর মৌসম ভবনের।
আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব যেমন কমছে তেমনই বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সংলগ্ন জেলা যেমন হাওড়া, হুগলি, দুই পরগণা বৃষ্টিতে ভিজতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।