বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ, দেখে নিন কি জানাচ্ছে আগামীকালের আবহাওয়া-এর আপডেট

বাংলাহান্ট ডেস্কঃ টানা নিম্নচাপকে সঙ্গী করে আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) আপডেট জানাচ্ছে, রবিবার সৃষ্টি হচ্ছে আরও একটি নিম্নচাপ। বঙ্গোপসাগরে সংগঠিত এই নতুন নিম্নচাপের জেরে আবারও বৃষ্টিতে ভাসবে বাংলা। সহজে কমবে না এই বৃষ্টি। আগস্ট মাস টানা চলবে বৃষ্টির মেজাজ।

gettyimages 1157744421 594x594 1

জলমগ্ন কলকাতা
বৃষ্টির টানা টেস্ট ম্যাচের ফলে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। বেহালা, পর্ণশ্রী, ঠাকুরপুকুর থেকে উত্তরের মুক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া, বেহালা সত্যজিত পার্ক এবং আলিপুর বডিগার্ড সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরেরও বেশ কিছু এলাকা টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় আবার এলাকাবাসীর সুবিধার্থে নামানো হয়েছে নৌকাও।

web kol water log still 06 210820

তৈরি হচ্ছে নিম্নচাপ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার নতুন করে আরও একটি নিম্নচাপ সংগঠিত হওয়ার ফলে বাংলার দক্ষিণে বাড়বে বৃষ্টির পরিমাণ। চলবে বেশ কিছুদিন। টানা বৃষ্টিপাতের জেরে ইতিমধ্যেই বেহাল অবস্থা কলকাতাবাসীর। সেইসঙ্গে উপকূলবাসির জন্য জারী করা হয়েছে সতর্কবার্তাও।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি সেইসঙ্গে বজ্র বিদ্যুতসহ ঝড়ের পূর্ভাবাস দিচ্ছে আবহাওবিদরা। নতুন নিম্নচাপের জেরে জারী থাকবে বৃষ্টি।

13 1 1

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৬ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ০১ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সকাল ৯ টা বেজে ২৩ মিনিটে চন্দ্রোদয় হয়ে রাত ৯ টা বেজে ২২ মিনিট অবধি থাকছে।

kolkata road

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৭-১৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে দিনভোর বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৭৪% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬২% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।


Smita Hari

সম্পর্কিত খবর