পরিবর্তীত পরিস্থিতিতে জেনে নিন কেমন থাকছে আগামীকালের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার বেশ কিছু জেলায় আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) এক বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সংঠিত হচ্ছে, এমনটাই জানিয়েছিল হাওয়া দফতর। এই নতুন নিম্নচাপের ফলে বাংলার দক্ষিণের বেশকিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছেন আবহাওয়াবিদরা।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। মঙ্গলবার সকালের দিকে রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও আগামীকাল বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি সেইসঙ্গে বজ্র বিদ্যুতসহ ঝড়ের পূর্ভাবাস দিচ্ছে হাওয়া অফিস।

সেইসঙ্গে বাংলার বেশকিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির আভাষ। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্বমেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৭ মিনিটে সূর্যোদয় হয়ে ৫ টা ৫৯ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সকাল ১২ টা বেজে ২৯ মিনিটে চন্দ্রোদয় হয়ে রাত ১১ টা বেজে ৩৯ মিনিট অবধি থাকছে।

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ৯-১১ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে দিনভোর বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬৭% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৪৫%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬২% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ২৯*%।

X