বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে এবার বাড়বে বৃষ্টির পরিমাণ। আবহাওয়ার (Weather) বদল ঘটতে শুরু করেছে। উত্তরে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে, দক্ষিণে আসতে আসতে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণ। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে আবারও রবিবার থেকে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
মৌসুমী অক্ষরেখার অবস্থান
হিমালয় সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা বর্তমানে সক্রিয় রয়েছে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছে, আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে কমছে আদ্রতা জনিত অস্বস্তিও। আবার অন্যদিকে সাগর থেকে প্রচুর পরিমাণে জলবায়ু ঢুকছে স্থলভাগে, যার জেরেই রয়েছে ভারী বর্ষণের আশঙ্কা।
শহরের তাপমাত্রা
শুক্রবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে মেঘলা আকাশ বিরাজ করছে সর্বত্র। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে মেঘলা আবহাওয়ার পাশাপাশি সামান্য বৃষ্টিপাত এবং সেইসঙ্গে বজ্র ঝড়েরও আশঙ্কা করছে আবহাওয়া দফতর।
বৃষ্টি সম্বলিত এলাকা
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদীয়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর-দক্ষিণ ২৪ পরগণার রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। সেইসঙ্গে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার, অসম, মেঘালয় এসব জায়গায় আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা