নিম্নচাপের জেরে বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটিয়ে, আবহাওয়ার (Weather) পরিবর্তন করে রাজ্যে (West bengal) প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গকে জলমগ্ন করে এবার দক্ষিণবঙ্গকে ভাসানোর পালা। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। যার প্রভাব কিছুটা হলেও রাজ্যে পড়বে বলে আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরের উপর বিরাজ করা নিম্নচাপ এবং সেই সঙ্গে সঙ্গী হয়েছে দিক পরিবর্তিত মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবেই রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা রাখছে হাওয়া অফিস। নামবে তাপমাত্রার পারদও।

1593934800 Sentu

শহরের তাপমাত্রা
সোমবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশ মেঘলা। রবিবার শেষ রাত থেকে বৃষ্টি চালু হয়েছে, জারী থাকবেও। সকাল থেকেই গুমোট গরমের বদলে একটা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং সেইসঙ্গে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির আভাস দিচ্ছে হাওয়া অফিস।

rain 222222222222222

বৃষ্টি আশঙ্কিত এলাকা
ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে আসতে চলেছে বর্ষা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আভাস।


Smita Hari

সম্পর্কিত খবর