বাংলার ৫ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বদলাচ্ছে আবহাওয়ার (Weather) ধরণ, ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়ছে বাংলায় (West bengal)। ধীরে ধীরে বর্ষা প্রবেশ করছে। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি হলেও, দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা। এরই মধ্যে আবার ৯ থেকে ১২ ই জুলাই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরের উপর বিরাজ করা নিম্নচাপ এবং সেই সঙ্গে সঙ্গী হয়েছে দিক পরিবর্তিত মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবেই রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা রাখছে হাওয়া অফিস। নামবে তাপমাত্রার পারদও।

rain kolkata

শহরের তাপমাত্রা
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশ মেঘলা। বিগত কয়েকদিন ধরে বৃষ্টি চালু হয়েছে, জারী থাকবেও। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়াবিদরা।

rain 1 2

কোথায় কেমন বৃষ্টি হবে?
আলিপুরদুয়ার ও কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছিল হাওয়া অফিস। পাশাপাশি আরও জানাচ্ছে, বৃহস্পতিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ উত্তরের বেশ কয়েকটি জেলার পাশাপাশি দক্ষিণেও বাড়বে বৃষ্টির পরিমাণ।

সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের
নিম্নচাপের উৎপত্তি স্থল বঙ্গোপসাগর হওয়ার দরুণ আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এমনকি প্রয়োজনে ফিরে আসতেও বলা হয়েছে গভীর সমুদ্রের জেলেদের। উপকূল এলাকাতেও থাকছে আগাম সতর্কতা।


Smita Hari

সম্পর্কিত খবর