বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ করেই ছন্দপতন। ১৮০° ঘুরে গেল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। হঠাৎ করেই মেঘলা আকাশ ও তাপমাত্রার উর্ধ্বমুখীতা অনেকের কাছেই এখন অস্বস্তির কারণ। যদিও ফের একবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে শীত কমলেও, কনকনে ঠান্ডা জারি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। তার সাথে দাপট দেখাচ্ছে ঘন কুয়াশা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের কারণে ফের বাংলার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা।
এখন অনেকের মনে প্রশ্ন শীতকালে এই অকালবৃষ্টি থেকে মুক্তি মিলবে কবে? গত দুদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রার বেশ পরিবর্তন হয়েছে। শীত কমেছে অনেকটা। আজ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এই আবহে, আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার থেকে দিয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ থেকেই বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। শুক্রবার অবধি বৃষ্টিপাত চলবে বলে জানা গেছে।
আরোও পড়ুন : অস্ত্র হাতে ভারতের ভূখণ্ডে ঢুকেছিল চিনা সেনা! বুক চিতিয়ে দাঁড়ালেন মেষপালকরা, ভাইরাল ভিডিও
এছাড়াও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। একদিকে শীত, অন্যদিকে বৃষ্টি, তার মাঝে রয়েছে কুয়াশার দাপট। ঘন কুয়াশার ফলে অনেক জায়গায় ধীর গতিতে যান চলাচল হচ্ছে। যদিও কনকনে ঠান্ডা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে। জানা যাচ্ছে পশ্চিমে ঝঞ্ঝার ফলে বাংলার অনেক জায়গায় শীতের দাপট কমেছে। আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি।
শীতকালে অকাল বৃষ্টির ফলে সমস্যায় পড়বেন চাষীরা। আলু ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিসের অধিকর্তারা জানাচ্ছেন, আপাতত বাংলায় ৫ দিন জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস নেই। দুই ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে।