‘এই’ দিনই সুপ্রিম কোর্টে DA মামলার চূড়ান্ত ফয়সালা? শুনানি নিয়ে উদ্বেগ সরকারি কর্মীদের! কেন?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপোড়েন অব্যাহত। সম্প্রতি ৪% হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার (West Bengal State Government)। বর্তমানে ১৪% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এপ্রিল থেকে তা হবে ১৮%। কারণ পয়লা এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে। এদিকে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ডিএ মামলা। মার্চ মাসে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি হবার কথা আছে। তবে শুনানির দিন নিয়ে যথারীতি উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের।

ডিএ (Dearness Allowance) মামলা নিয়ে উদ্বেগ সরকারি কর্মীদের!

কিন্তু কেন? প্রথমত, এর আগে মোট ১৪ বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। সেই ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে ২০২৫ সাল। এর মাঝে বহুবার ডিএ মামলা শুনানির জন্য উঠলেও শেষমেষ শুনানি হয়নি। বারে বারে পিছিয়ে গিয়েছে তারিখ। তাই এবারেও সেই উদ্বেগ রয়েছে সরকারি কর্মীদের মনে।

এদিকে, এবার নতুন বেঞ্চে উঠতে পারে ডিএ মামলা। সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন ৩১ জানুয়ারি ২০২৫ সালে। তারপর আর ডিএ মামলার শুনানি হয়নি। তাই ফের ডিএ মামলার বেঞ্চ বদল হতে চলেছে। রাজ্য সরকারের মহার্ঘ ভাতার মামলা মার্চ মাসে শুনানির জন্য ওঠার সম্ভাবনা। শেষবার মামলা উঠেছিল তৎকালীন বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এনভি ভাট্টির বেঞ্চে।

২০২৫ সালের ২৫ মার্চ মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কোন বেঞ্চে এই মামলা উঠবে তা এখনও নিশ্চিত নয়। শীর্ষ আদালতে দ্রুত ডিএ মামলার শুনানি হবে বলে আশাবাদী রাজ্যের সরকারি কর্মীদের আইনজীবীরা। তবে অতীতে এতবার শুনানি পিছিয়ে যাওয়ায় উদ্বেগও রয়েছে তাদের মধ্যে।

সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলা। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। যদিও সম্প্রতি ৪% হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ কেন্দ্র-রাজ্য ব্যাবধান দাঁড়িয়েছে ৩৫ শতাংশ।

২০২২ সালের ২০ মে ডিএ মামলা কলকাতা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ (Dearness Allowance) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়।

এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই সময় ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল।

dearness allowance

আরও পড়ুন: হালকা গরমের মাঝেই আজ ঝেঁপে বৃষ্টি চার জেলায়, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা: আবহাওয়ার খবর

গত ২০২২ সালের ২০ মে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X