বাংলাহান্ট ডেস্ক : চৈত্রের শেষ বেলায় খেল দেখিয়েছে গরম। তীব্র গরমে সবার নাভিশ্বাস ওঠার অবস্থা। গতকাল ছিল পয়লা বৈশাখ। বৈশাখ মাসে গরমের তীব্রতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় পড়ুয়াদের কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদ গরমের ছুটি ঘোষণা করল। তীব্র গরমের হাত থেকে পড়ুয়াদের রক্ষা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে।
বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আর কিছুদিনের মধ্যে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর। এই অবস্থায় পড়ুয়াদের যাতে অসুবিধা না হয় সেই কথাই মাথায় রাখছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়তে চলেছে আগামী ৬ ই মে থেকে।
আরোও পড়ুন : এই স্টেশনগুলো দিয়েই চলবে বাংলা টু সিকিমের ট্রেন! বড়সড় আপডেট দিল ভারতীয় রেল
মে মাসের ৯ তারিখ থেকে এই ছুটি দেওয়ার কথা থাকলেও, পড়ুয়াদের কথা ভেবে কিছুটা ছুটি এগিয়ে আনা হয়েছে। জানা যাচ্ছে মাধ্যমিক স্কুলগুলিতে একটানা ছুটি থাকবে। নির্দেশ দিয়ে বলা হয়েছে গরমের ছুটি পড়ার আগে প্রত্যেকটি স্কুলকে শেষ করতে হবে ফার্স্ট টমেটিভ এক্সাম। গরমের ছুটির পর স্কুল খুলবে ২ রা জুন।
চলতি বছর রয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচনকে মাথায় রেখে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হয়েছিল। অন্যদিকে নির্বাচনের জন্য পড়ুয়ারা বেশি দিন গরমের ছুটি উপভোগ করতে পারবেন এবার। যে জেলায় যেদিন ভোট থাকবে, সেইমতো ছুটি পাবেন সেই জেলার পড়ুয়ারা।