পরপর ছুটি! অগাস্ট মাসে কবে কবে বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি? দেখুন তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ জুলাই মাস শেষের দোরগোড়ায়। চলতি মাসে খুব একটা বেশি ছুটি (Government Holiday) মেলেনি। ওদিকে আবার রবিবারে হলিডে পড়ায় ছুটি কমও মিলেছে। তবে এই নিয়ে মন খারাপ করার কিছু নেই। কারণ এই অগাস্ট মাসে স্কুল, কলেজ বা ব্যাঙ্ক তো ছুটি থাকছেই, পাশাপাশি পর পর ছুটি পাবে পড়ুয়া ও সরকারি কর্মীরাও।

অগাস্ট মাসে পরপর ছুটি (Government Holiday)

বাঙালির বারো মাসে তেরো পার্বন লেগেই আছে। চলতি বছরের শুরু থেকেই একাধিক ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে জুলাই মাসে টানা ছুটির স্কোপ একেবারেই মেলেনি। তবে আগস্ট মাসে প্রায় ৭ দিন সরকারি কর্মীরা ছুটি পাবেন। স্কুল পড়ুয়ারা আরও বেশিদিনের ছুটি পাবেন৷

১৫ অগাস্ট বৃহস্পতিবার- স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়ে ছুটি থাকবে। ১৯ অগাস্ট সোমবার রাখি পূর্ণিমার জন্য সরকারি অফিস, আদালত, স্কুল কলেজ ছুটি থাকবে। তার আগে শনি, রবি এমনিতেই ছুটি, আর রাখির হলিডে যোগ করে নিলে পরপর টানা তিনদিন ছুটির সুযোগ।

Nabanna Government of West Bengal

আরও পড়ুন: রাজভবনে আটকে একাধিক বিল! রাজ্যপালকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট! তোলপাড় বাংলা!

এরপর ২৬ অগাস্ট জন্মাষ্টমী উপলক্ষেও ছুটি মিলবে। সেদিনও সোমবার। ফলে ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা (Government Employee’s)। অর্থ্যাৎ তখনও টানা শনি-রবি-সোম ছুটি কাটানোর সুযোগ থাকছে। এছাড়া সপ্তাহের অন্য শনিবার, রবিবার গুলিতেও ছুটি মিলছে। অর্থাৎ সবমিলিয়ে দেখা যাচ্ছে আগস্ট মাসে দু’দফায় টানা তিন দিন করে ছুটির (Government Holiday) সুযোগ রয়েছে। তাই অনায়াসেই বানিয়ে নেওয়া যাবে হলিডে প্ল্যান।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর