বাংলা হান্ট ডেস্ক: ভারত (India)-আমেরিকার মধ্যে এবার কমছে দূরত্ব? ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে “বিশেষ সম্পর্ক” আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। আর তারপরেই মনে করা হচ্ছে যে ভারত এবং আমেরিকার মধ্যে বরফ গলতে শুরু করেছে। শুক্রবার রাতে হোয়াইট হাউসে দেওয়া ভাষণে ট্রাম্প ভারত ও আমেরিকার মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেছিলেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি “একজন মহান প্রধানমন্ত্রী” এবং তাঁর “ভালো বন্ধু” হিসেবেও উল্লেখ করেন।
আচমকাই ভারতের (India) প্রতি সুর নরম ট্রাম্পের:
ট্রাম্পের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রী মোদী তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, “আমি রাষ্ট্রপতি ট্রাম্পের আবেগপূর্ণ এবং ইতিবাচক মূল্যায়নের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং এটিকে সম্পূর্ণ সমর্থন করি। ভারত (India) এবং আমেরিকার মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক এবং দূরদর্শী ব্যাপক ও বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।” এদিকে, প্রধানমন্ত্রী এই পোস্টে ট্রাম্পকে ট্যাগও করেছেন।
Deeply appreciate and fully reciprocate President Trump’s sentiments and positive assessment of our ties.
India and the US have a very positive and forward-looking Comprehensive and Global Strategic Partnership.@realDonaldTrump @POTUS https://t.co/4hLo9wBpeF
— Narendra Modi (@narendramodi) September 6, 2025
ভারত ও আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে, চিন্তার কিছু নেই; ট্রাম্প: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শুল্ক এবং রাশিয়ান তেল ক্রয় নিয়ে আমেরিকা ও ভারতের (India) মধ্যে বর্তমান উত্তেজনার আবহে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন যে, দুই দেশের মধ্যে ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে এবং এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এছাড়াও”মাঝে মাঝে এমন মুহূর্ত ঘটে” বলেও জানান তিনি। ট্রাম্প তাঁর কার্যালয় “ওভাল অফিস”-এ বলেন, “আমি সর্বদা (নরেন্দ্র) মোদীর বন্ধু থাকব… তিনি একজন চমৎকার প্রধানমন্ত্রী কিন্তু তিনি এখন যে কাজ করছেন তা আমার পছন্দ নয়। তবে, ভারত ও আমেরিকার মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, এতে চিন্তার কিছু নেই। মাঝে মাঝে এমন মুহূর্ত আসে।”
উল্লেখ্য যে, গত দুই দশকের মধ্যে এই দুই দেশের সম্পর্ক সম্ভবত সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। তাই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে ট্রাম্প প্রস্তুত কিনা সেই প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি এই কথা বলেন। ট্রাম্প আরও বলেন, ভারত (India) রাশিয়া থেকে “এত বেশি” তেল কিনছে, এতে তিনি “অত্যন্ত হতাশ”।
আরও পড়ুন: দুই দেশেই জারি ৫০ শতাংশের শুল্ক! এবার ব্রাজিলের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত, মোক্ষম জবাব পাবেন ট্রাম্প
সোশ্যাল মিডিয়ায় এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি খুবই হতাশ যে ভারত (India) রাশিয়া থেকে এত তেল কিনবে এবং আমি তাদের এটা বলেছি। আমরা ভারতের ওপর খুব বেশি শুল্ক আরোপ করেছি, ৫০ শতাংশ শুল্ক। এটি অত্যন্ত বেশি শুল্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তিনি খুব ভালো। কয়েক মাস আগে তিনি এখানে এসেছিলেন।”
ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আমেরিকা কী চিনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছে? মূলত, ট্রাম্প “ট্রুথ সোশ্যাল” পোস্টে ট্রাম্প বলেছিলেন, “মনে হচ্ছে আমরা চিনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি। তাদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক।” ওই পোস্টে ট্রাম্প রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চিনা নেতা শি জিনপিংয়ের সাথে মোদীর একটি পুরানো ছবিও শেয়ার করেন।
আরও পড়ুন: প্রথমে GST থেকে স্বস্তি! এবার মুদ্রাস্ফীতি থেকেও মিলবে মুক্তি, SBI-এর রিপোর্টে সামনে এল বড় তথ্য
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টটি এমন এক সময়ে এসেছে যখন কয়েকদিন আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৌহার্দ্যমূলক ছবি সামনে এসেছিল।
এমতাবস্থায়, ভারত (India) এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক আলোচনা কেমন চলছে সেই সম্পর্কে ট্রাম্প বলেন, “তারা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ ভালো করছে। আমরা তাদের সকলের সাথেই ভালো করছি। আমরা EU-র ওপর ক্ষুব্ধ। কারণ কেবল গুগলের সঙ্গেই নয়, বরং, আমাদের সমস্ত বড় কোম্পানির সাথে যা ঘটছে তাতে আমরা ক্ষুব্ধ।”