বাংলাহান্ট ডেস্ক : সোনার (Gold) গয়না পরতে কে না ভালোবাসেন! সোনালি ধাতুর প্রতি স্বাভাবিক আগ্রহ মানুষের চিরকালের। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সোনার (Gold) গয়না কেনার প্রবণতা বহু যুগ ধরেই চলে আসছে। বর্তমানে অনেকে সোনায় বিনিয়োগও করে থাকেন। তবে সোনার (Gold) দাম যে সবসময় একরকম থাকে না তা কারোরই অজানা নয়। ২০২৪ এর জুলাই মাসে সোনার (Gold) দাম সবথেকে বেশি ছিল। তবে বাজেট ঘোষণার পর দাম কমতে থাকে দ্রুত। এখন আবার সোনার দামে উর্দ্ধগতি লক্ষ্য করা গিয়েছে। অভ্যন্তরীণ বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার (Gold) দাম ছাড়িয়ে গিয়েছে ৭৪,০০০ টাকা।
সোনার (Gold) দাম কতটা বাড়ল কমল
গত এক সপ্তাহে সোনার (Gold) দামে ব্যাপক ওঠাপড়া দেখা গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, ১৬ ই সেপ্টেম্বর ১০ গ্রাম সোনার (Gold) দাম ছিল ৭৩,৪৯৬ টাকা। ২০ শে সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ৭৪,০১৪ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে MCX এ সোনার দাম বেড়েছে ৫১৮ টাকা।
আরো পড়ুন : লাটে উঠছে জনপ্রিয় চ্যানেল, বন্ধ হতে বসেছে একগুচ্ছ প্রিয় সিরিয়াল? মাথায় হাত দর্শকদের
কী বলছে দেশীয় বাজারের দাম
অন্যদিকে ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের রিপোর্ট বলছে, ১৬ ই সেপ্টেম্বর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার (Gold) দাম ছিল ৭৩,৪৮৯ টাকা। ১৮ ই সেপ্টেম্বর দামে কিছুটা পতন দেখা গিয়েছিল। দাম কমে দাঁড়িয়েছিল ৭৩,২৫৭ টাকায়। তবে ২০ শে সেপ্টেম্বর সোনার (Gold) দাম ফের বেড়ে যায়। দাম বেড়ে পৌঁছায় ৭৪,০৯০ টাকায়। আজ ২২ শে সেপ্টেম্বর দাম আরো খানিক বেড়েছে।
আরো পড়ুন : আর কতদিন একা থাকবেন? বন্ধু হওয়ার জন্য শর্ত দিলেন মিমি, ট্রাই করবেন নাকি?
বিভিন্ন শহরে সোনার দাম কম
২২ শে সেপ্টেম্বর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার (Gold) দাম ৬৯,৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ৭৫,৯৩০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬৯,৭৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার (Gold) দাম রয়েছে ৭৬,০৮০ টাকা। মুম্বইতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬৯,৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ৭৫,৯৩০ টাকা। অর্থাৎ কলকাতার দামই রয়েছে মুম্বইতে।
পুজো আসতে আর মাত্র দু সপ্তাহ বাকি। তার আগেই সোনার বাড়তে থাকা দাম চিন্তা বাড়িয়েছে ক্রেতাদের। উপরন্তু পুজো মিটতেই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম। তার আগে সোনার দামে কতটা হেরফের হয় সেদিকেই নজর থাকবে ক্রেতা বিক্রেতাদের।