শুভমান না খেললে পার্থ টেস্টে কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন? এই প্লেয়ারের খুলতে পারে ভাগ্য

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দল (India National Cricket Team) বর্ডার-গাভাস্কার ট্রফি খেলার জন্য কয়েক দিন আগে অস্ট্রেলিয়া পৌঁছেছে। এমতাবস্থায়, সেখানে জোরকদমে অনুশীলন চলছে। এদিকে, এই সিরিজ শুরুর আগেই একাধিক ভারতীয় খেলোয়াড় চোটের সম্মুখীন হয়েছেন। কিছুজনের চোট খুব একটা গুরুতর নয়। তবে, আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হতে চলা টেস্ট ম্যাচের আগে শুভমান গিল ভারতীয় দলের চিন্তা বাড়িয়েছে। এমনিতেই তিনি ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন। এখন জানা গিয়েছে তিনি প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন। এমন পরিস্থিতিতে তাঁর বিদায়ের পর টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন নিয়ে তুমুল আলোচনা চলছে।

কেমন হবে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্লেয়িং ইলেভেন?

জানিয়ে রাখি যে, শুভমান গিল ভারতীয় ব্যাটিং ইউনিটের একজন গুরুত্বপূর্ণ অংশ। তিনি না খেললে তা নিঃসন্দেহে দলের জন্য এটি একটি বড় ধাক্কা হবে। কারণ ইতিমধ্যেই অধিনায়ক রোহিত শর্মা পার্থ টেস্টে খেলবেন কিনা তা নিশ্চিত নন। তবে, গিলের না খেলার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও শীঘ্রই এটি ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, তাঁর জায়গায় দেবদত্ত পাডিকালকে স্কোয়াডে জায়গা দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা শুভমান গিলের অনুপস্থিতিতে প্রথম টেস্টে ভারতের (India National Cricket Team) সম্ভাব্য প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

ওপেনার- যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল: ভারতের (India National Cricket Team) হয়ে ইনিংস ওপেন করার ক্ষেত্রে যশস্বী জয়সওয়ালকে দেখা যাবে নিশ্চিত। সাধারণত রোহিত শর্মা তাঁর সাথে ওপেন করেন। তবে রোহিত সম্প্রতি দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। সেই কারণেই পার্থে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। এমনটা হলে কেএল রাহুল যশস্বীর সঙ্গে ইনিংস শুরু করবেন বলে অনুমান করা হচ্ছে।

মিডল অর্ডার- ওয়াশিংটন সুন্দর, বিরাট কোহলি, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল: ওপেনিংয়ের পর তিন নম্বরে নামতে পারেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তিনি ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি ম্যাচে টপ অর্ডারে ব্যাট করেছেন এবং সম্প্রতি রঞ্জি ট্রফিতে ৩ নম্বর অবস্থানে খেলতে নেমে তিনি তাঁর সর্বশেষ সেঞ্চুরি করেছেন। এমন পরিস্থিতিতে, গিলের জায়গায় তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। সুন্দরের আগমনে বোলিংয়ে অফ স্পিনের বিকল্পও থাকবে। এরপর বিরাট কোহলি ৪ নম্বরে এবং ঋষভ পন্থ ৫ নম্বরে খেলতে পারেন। এদিকে, ধ্রুব জুরেলকেও সুযোগ দেওয়া যেতে পারে। তিনি মেলবোর্নে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের উভয় ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছেন।

আরও পড়ুন: নির্বাচনে পরাজিত হয়েও জনগণের কাছে চাঁদা চাইছেন কমলা হ্যারিস! কারণ জানলে হয়ে যাবেন “থ”

লোয়ার অর্ডার- রবীন্দ্র জাদেজা এবং হর্ষিত রানা: লোয়ার অর্ডারে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা রয়েছেন। তিনি ব্যাট এবং বল উভয় দিক থেকেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তাঁর সঙ্গে এখনও অভিষেক না হওয়া হর্ষিত রানা সুযোগ পেতে পারেন। ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভালো করেন রানা।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার বেতন-DA নিয়ে বড়সড় ঘোষণা? হয়ে গেল বড় বৈঠক

বোলার- আকাশদীপ, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ: ফাস্ট বোলিং বিভাগে তিন পেসার নিয়ে খেলতে নামতে পারে ভারত। যেখানে জসপ্রীত বুমরাহর সঙ্গে দেখা যাবে আকাশদীপ ও মহম্মদ সিরাজকে। আকাশদীপ ব্যাটেও অবদান রাখতে সক্ষম। বুমরাহও অনেক ম্যাচে ভালো ব্যাট করেছেন। অর্থাৎ, ভারতের (India National Cricket Team) প্লেয়িং ইলেভেন এমনটা হলে ব্যাটিং গভীরতা যথেষ্ট বেশি থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর