পুরী থেকে এল পান্ডা, তিন ধাপে প্রাণ প্রতিষ্ঠা, কী কী হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে? জানুন এক ক্লিকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মাঝে আর মাত্র একটা দিন। আগামী পরশু অর্থাৎ ৩০ তারিখ অক্ষয় তৃতীয়ার শুভ দিন উপলক্ষে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। পর্যটক মুখর দিঘায় এখন মন্দির প্রতিষ্ঠা ঘিরেও রয়েছে আলাদা উত্তেজনা। উৎসবের পরিবেশের মাঝেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নতুন মন্দির চত্বর। মূল অনুষ্ঠান ৩০ তারিখ হলেও ২৯ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন ধাপ।

কী কী অনুষ্ঠান রয়েছে দিঘা জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple)?

মূলত তিনটি ধাপে মন্দিরে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে বলে জানা গিয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস, যিনি কিনা নবনির্মিত জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্যও বটে। এই সম্পূর্ণ প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রয়েছে ইসকনের।

What will happen in digha jagannath temple

তিন ধাপে হবে প্রাণ প্রতিষ্ঠা: রাধারমণ দাস জানান, প্রথমে ২৯ তারিখ হচ্ছে মূল যজ্ঞ। এদিন সকালবেলা আয়োজিত হবে যজ্ঞ। যজ্ঞ শেষ হওয়ার পর সন্ধ্যায় ফুলের শয্যায় শয়ন করবেন জগন্নাথ দেব (Digha Jagannath Temple)। মূল তিনটি ধাপে প্রাণ প্রতিষ্ঠা করা হবে জগন্নাথ দেবের। রাধারমণ দাস জানান, ভগবানকে প্রথমে সোনা, রূপা এবং তামার তার দিয়ে বেঁধে সেই তারটিকে প্রধান পুরোহিতের কোমরে বাঁধা হয়।

আরো পড়ুন : এক দশক পর পালাবদল! বামেদের জোর টক্কর দিয়ে জেএনইউতে বিরাট জয় এবিভিপির

পুরী থেকে এসেছেন পান্ডা: এর পরেই তিনটি ধাপে প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রথমে ঘট স্থাপন, তারপর কুণ্ড এবং তারপর প্রতিবিম্ব। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পুরী থেকে বেশ কয়েকজন পান্ডা এসেছেন বলে জানা গিয়েছে। মন্দিরের (Digha Jagannath Temple) ভেতরে কাঠের জগন্নাথ দেবে প্রাণ প্রতিষ্ঠা করবেন পান্ডারা। আর পাথরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবে ইসকন। পাথরের জগন্নাথ দেবের এবং রাধা কৃষ্ণ দুই বিগ্রহই রয়েছে।

আরো পড়ুন : ‘ভারত থেকে কেউ বের করতে পারবে না মুসলিমদের’, বোরখা পরে সংখ্যালঘুদের পাশে রাখি সাওয়ান্ত

পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে দিঘার জগন্নাথ মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে দিঘার আলাদা নাম বলে আশাবাদী সরকার। উল্লেখ্য পুরীর শুধু মন্দিরের ধাঁচই নয়, পুরী সহ দেশের সমস্ত জগন্নাথ মন্দিরের নিয়ম এক। সেই মতো স্নানের পর ১৪ দিন তিনি ঘরেই বন্দি হয়ে থাকবেন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X