বাংলাহান্ট ডেস্ক : ফেব্রুয়ারির শুরুতেই ২০২৫ এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট (Budget) পেশ হবে সংসদে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর এই তৃতীয় দফায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এটি দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। আগামী ১ লা ফেব্রুয়ারি বাজেট পেশ হবে সংসদে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ‘হালওয়া’ সেরেমনি। কিন্তু ভারতে প্রথম বার কেন্দ্রীয় বাজেট (Budget) কে পেশ করেছিলেন, কবেই বা তা পেশ করা হয়েছিল জানেন?
কবে পেশ করা হয়েছিল ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট (Budget)
পিছিয়ে চলুন সেই ইংরেজ আমলে। ভারতে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ১৮৬০ সালের ৭ ই এপ্রিল পেশ করা হয় ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট (Budget)। তৎকালীন ইন্ডিয়ান কাউন্সিল জেমস উইলসন পেশ করেছিলেন সেই বাজেট। ইতিহাস বলছে, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে পেশ করা হয়েছিল সেই বাজেট (Budget)। ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারতের অর্থনৈতিক ব্যবস্থাপনার পুনর্গঠনই ছিল ওই বাজেটের মূল লক্ষ্য।
কী উদ্দেশ্য ছিল ওই বাজেট: জানা যায়, ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া নিজে উইলসনকে ভারতে পাঠিয়েছিলেন এই নির্দেশ দিয়ে যে, একটি উপযুক্ত করকাঠামো গড়ে তুলতে হবে এবং কাগজের মুদ্রা বা কারেন্সি নোট তৈরি করতে হবে। দ্য ফিনান্সিয়াল ফাউন্ডেশন অফ দ্য ব্রিটিশ রাজ বইটি থেকে জানা যায়, প্রথম কেন্দ্রীয় বাজেটের (Budget) আগে ভারতে লাইসেন্স ট্যাক্স ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু তা ব্যর্থ হওয়ায় উইলসন তা বাতিল করে দেন।
আরো পড়ুন : নেটদুনিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার, অনন্যার ‘বড়লোক বর’ সুকান্তর রোজগার কত জানেন?
চালু হয় প্রথম আয়কর ব্যবস্থা: উইলসনই প্রথম বার আয়কর ব্যবস্থা চালু করেন। এমনকি তিনি নীতি চালু করেছিলেন, যেখানে বলা ছিল সে সময় যে নাগরিকদের বার্ষিক রোজগার ভারতীয় মুদ্রায় ২০০ টাকার কম হবে তাঁদের কোনো আয়কর দিতে হবে না। পাশাপাশি ব্রিটিশ মডেল অনুযায়ী, একটি অডিট সিস্টেমও চালু করেছিলেন উইলসন।
আরো পড়ুন : খেল দেখাল ধূর্ত চিন! ইউনূসের এই একটা প্ল্যানেই সর্বনাশ বাংলাদেশের, মাথায় হাত জনগণের
সরকারের কোন খাতে কত খরচ হচ্ছে, প্রতি মাসে কত খরচ হচ্ছে, তার উপরে মাসিক ভিত্তিতে নজরদারি চালানোর জন্যই এই অডিট সিস্টেম করেছিলেন তিনি। তবে ওই বাজেট পেশ করার কয়েক মাসের মধ্যেই মৃত্যু হয় জেমস উইলসনের।