ধর্মিয় স্লোগান তুলে গুলি! কী কারণে খুন মাফিয়া আতিক, কারা রয়েছে এর পিছনে?

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক দিন ধরেই তুলকালাম জাতীয় রাজনীতি। দু’দিন আগেই তাঁর ছেলেকে এনকাউন্টার করে হত্যা করে উত্তর প্রদেশ পুলিস। দীর্ঘ দিন ছিলেন পুলিসি হেফাজতে ছিলেন। গতকাল রাতেই মেডিক্যাল চেকআপের জন্য তাঁকে এবং তাঁর ভাইকে নিয়ে আসা হয় হাসপাতালে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আতিক আহমেদকে (Atiq Ahmed’s Murder Case) মাথায় গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা।

পুলিস সামনে থাকলেও কিছুই করতে পারল না। আতিককে মারার পরই তাঁর পাশে দাঁড়িয়ে থাকা ভাই আশরাফকেও গুলি করে দুষ্কৃতীরা। এর পরই প্রশ্ন ওঠে, কে, কী কারণে হত্যা করলো এই দুই অপরাধীকে? ঘটনায় আঙুল উঠেছে যোগির পুলিসের দিকেও। এরই পাশাপাশি আতিক হত্যাকাণ্ডে অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করছে পুলিস।

atiq 2

পুলিস সূত্রে খবর, আতিককে গুলি করে খুন করার ঘটনায় অভিযুক্তদের নাম হল সানি, লাভলেশ এবং অরুণ। প্রতক্ষদর্শীদের দাবি, আতিক ও আশরাফকে গুলি করার পর সানি, লাভলেশরা ‘জয় শ্রী রাম’ স্লোগানও তোলে তারা। এদিকে আতিক ও আশরাফকে হত্যার পরই সানি, অরুণ এবং লাভলেশকে ধরে ফেলে পুলিস। জানা গিয়েছে, গুলি চালনার ঘটনায় এক সাংবাদিকও আহত হয়েছেন।

পুলিসের পক্ষ থেকে বলা হয়, এখনও অভিযুক্তদের জেরা করা হয়নি। জেরা করা হলে বিবৃতি জারি করে ঘটনা সম্পর্কে বিশদে জানাবে পুলিস। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সানি, লাভলেশ এবং অরুণ সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল।

একদিন আগেই আতিকের ছেলে আসাদ আহমেদের মৃত্যু হয়েছিল এক এনকাউন্টারে। ছেলের শেষযাত্রায় অংশ নেওয়ার জন্য আতিক আবেদন জানালেও তাঁকে ছাড়া হয়নি। এই আবহে গতকাল প্রায় রাত ১০টা নাগাদ আতিককে প্রয়াগরাজের এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্যপরীক্ষার জন্য। সেখানেই গাড়ি থেকে নামার পর আতিককে ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। তাঁর ছেলের শেষযাত্রা না যেতে পারা নিয়ে প্রশ্ন করা হচ্ছিল আতিককে। প্রথমে কিছু বলতে না চাইলেও কয়েক পা যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে শুরু করেছিলেন আতিক। কিছু কথা বলার পরই আচমকা আতিকের বাঁদিক থেকে একটি বন্দুকধারী এসে মাথায় ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে’ গুলি করে তাঁকে। এরপর আতিকের পাশে থাকা তাঁর ভাই আশরাফকেও গুলি করে খুন করা হয়।


Sudipto

সম্পর্কিত খবর