‘অস্কারের জন্য ঠিক ছবি বাছাই হচ্ছেনা’, হঠাৎ কেন বললেন এ আর রহমান?

বাংলাহান্ট ডেস্ক : অস্কার ২০২৩ (Oscar 2023)-এর মঞ্চে ব্যাপক জয় পেয়েছে ভারত (India)। ঘরে এসেছে একের পর এক পুরস্কার। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে একটি নয় বরং জোড়া পুরস্কার জিতে নিয়েছে আমাদের দেশ। একদিকে যেমন গানের বিভাগের সকলকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নিয়েছে রাজামৌলির ছবির গান ‘নাটু নাটু’ (Naatu Naatu)। ঠিক তেমনই স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers)। দুই ছবির নির্মাতাদের এবং অভিনেতা-অভিনেত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

তবে মোটেই খুশি নন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমান। অস্কারের জন্য নাকি বেছেই নেওয়া হচ্ছে না সঠিক সিনেমা। এক সাক্ষাৎকারে এই কথা বলেন সঙ্গীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তাঁর মুখে এহেন কথা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা।

A R Rahman

ভাইরাল হওয়া সেই সাক্ষাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি মাঝে মধ্যেই দেখছি অস্কারের জন্য যে কোনো ছবি কিংবা গান মনোনীত হয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনোভাবেই জয় আনতে পারছেনা। আমার মনে হয় মাঝেমধ্যে নিজেদেরকে দর্শকের আসনে বসিয়ে এই সিদ্ধান্ত নেওয়া ভালো’।

A R Rahman

সঙ্গীতজগতে নিজের জায়গা বানাতে বহু পরিশ্রম করতে হয়েছে তাঁকে। সাক্ষাৎকারে সে কথাও তুলে ধরলেন তিনি। বলেন, ‘ আমি যে সময় কাজ শুরু করেছিলাম সে সময় সবেমাত্র মিউজিক প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। একটা সময় অর্কেস্ট্রা ব্যবহার করা হত। তবে সেটা অনেক ব্যয়সাপেক্ষ হওয়ার কারণে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হয়। এখন যেই যন্ত্রগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি যথেষ্ট ছোট। তাই ব্যবহার করতে সুবিধা হয়’।

তিনি আরও বলেন, ‘ যদিও আমি একটা কথা খুব মানি। আর সেটা হল কেবলমাত্র প্যাশন থাকলেই হয়না। থাকতে হয় টাকাও। যদিও আমার বাবা বলতেন একমাদের এগিয়ে যেতে হবে। আমরা পশ্চিমের দেশগুলির মিউজিক শুনছি তাহলে ওরা কেন শুনবে না’। যদিও এ আর রহমানের এই সাক্ষাৎকারটি বেশ পুরোনো। চলতি বছরের অস্কার অনুষ্ঠানের সাথে কোনও যোগ নেই তাঁর এই সাক্ষাৎকারের।


additiya

সম্পর্কিত খবর